শনিবার, সেপ্টেম্বর 14, 2024
HomeNewsWhy need cover block in footing? || Cover Block কেন প্রোয়োজন?

Why need cover block in footing? || Cover Block কেন প্রোয়োজন?

Why need cover block in footing? || Cover Block কেন প্রোয়োজন?

Why need cover block in footing? || Cover Block কেন প্রোয়োজনঃ আমরা যখন বাড়ি তৈরী করি তখন আমরা কেউ Colum  এর ফুটিং(Footing) নিয়ে কথা  ভাবি না । এতেই আমরা এক প্রকার ভুল করে ফেলি । কিন্তু আমরা অনেকেই জানি এই ভুল থেকে আমাদের কতটা ক্ষতি হতে পারে । আর এই ভুলের কারনে আমাদের বাড়ি পরবর্তীতে অনেক বিপদের মধ্যে পরতে পারে। এটি এমন একটি সমস্যা যা পরবর্তীকালে আমরা চাইলেও ঠিক করতে পারবো না । ফলে আমাদের অনেক অর্থের অপচয় হওয়ার সম্ভাবনা থাকে । তাই আপনারা আগে থেকেই সাবধান হয়ে যান।

এই সমস্যার হাত থেকে বাঁঁচার আমাদের বিশেষ কিছু করতে হবে না ।আমাদের শুধু ফাউন্ডেশন(foundation) এর কাজ করার সময় কভার ব্লক(cover block) ব্যাবহার করতে হবে। এই কভার ব্লক(cover block) ব্যাবহার করে লোহাকে জং এর হাত থেকে বাঁচাতে হবে ।

Why need cover block in footing? || কী ক্ষতি হয়?

Why need cover block in footing? || কী ক্ষতি হয়?- আমরা সাধারনত ফাউন্ডেশন এর কাজ করার সময় যে কভার ব্লক ব্যাবহার করতে হবে তা জানি না। এর ফলে ফাউন্ডেশনের মধ্যে যে লোহা ব্যাবহার করে থাকি তা যদি নির্দিষ্ট জায়গায় থাকে না। নির্দিষ্ট জায়গায় না থাকার কারনে অনেক সময় লোহার মধ্যে জং লেগে যায় । যা আস্তে আস্তে লোহাকে খেতে থাকে ও এক সময় তা পুরো ফাউন্ডেশনকে নষ্ট করে ফেলে।

Why need cover block in footing? || Cover Block কেন প্রোয়োজন?
Why need cover block in footing? || Cover Block কেন প্রোয়োজন?

এর ফলে এক সময় গিয়ে বাড়ির ফাউন্ডেশন দুর্বল হয়ে পরে । যা পরবর্তীতে সম্পূর্ন বাড়ীকে বিপদের মুখে ফেলে দেয়।  তাই আমাদের মাথায় রাখা দরকার যে ফাউন্ডেশনের কাজ করার সময় কভার ব্লক ব্যাবহার করতে হবে।

বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেকে ইট বা পাথর ব্যাবহার করে। আর এর ফলেই মূলত আমাদের লোহার জং  জাতীয় সমস্যার মধ্যে পড়তে হয় যা পরবর্তীকালে বড় আকার ধারণ করে । তাই সমস্যার হাত থেকে বাঁচার জন্য আমরা ইট ও পাথর ব্যবহারের পরিবর্তে কভার ব্লক(cover block) ব্যবহার করব । সঙ্গে আমাদের আরও মাথায় রাখতে হবে , ব্লক(cover block) গুলি ঠিক মতো বসেছে কি না । যদি ঠিক মতন ব্লক(cover block) গুলি না বসে তাহলেও সমস্যার তৈরি হতে পারে ।তাই অবশ্যই ধ্যান রাখতে হবে যাতে ব্লক(cover block) গুলোর উপরে লোহার রড ঠিকমতন বসে।

Why need cover block in footing? ।। কথায় পাওয়া যায়

Why need cover block in footing? এই ব্লক(cover block) আমরা কথায় পাব? , এর জন্য বেশি চিন্তা করার দরকার নাই । এগুলি যেকোনো হার্ডওয়ারের দোকানে পাওয়া যায় । এগুলি নির্দিষ্ট পরিমাপের হয়ে থাকে । আপনাকে সেটাই নিতে হবে যেটা আপনার লোহার মাপ আছে সেই অনুসারে ।

এই ব্লক (cover block)গুলি পিচ হিসাবে বিক্রি হয়ে থাকে । এক একটি ব্লক(cover block) এর দাম হতে পারে ২ থেকে ১০ টাকা পর্যন্ত । আপনি আপনার প্রোয়োজন মতো নিতে পারেন ।  এছাড়াও এগুলি একশো পিসের বান্ডিল হিসেবে পাওয়া যায়.  আপনি চাইলে আপনার পছন্দমত পুরো বান্ডিল নিতে পারেন যা আপনার আড়াইশো থেকে শুরু হবে।

RELATED ARTICLES

Most Popular

close