Post Office Jobs || মাধ্যমিক পাশ 2023
Post Office Jobs in 2023 || মাধ্যমিক পাস: ২০২৩ এ কেন্দ্র সরকারের নির্দেশে পোস্ট অফিসে চাকরির সুযোগ দেওয়া হয়েছে । মাধ্যমিক পাশ (Secondary Pass) করলেই আপনি পেয়ে যেতে পারেন সরকারি চাকরি ।সমাজে বেশিরভাগ মানুষই চায় সরকারি চাকরি তাই এই সুবর্ণ সুযোগটি না হারিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ভারতীয় ডাক বিভাগে আবেদন করে দিতে পারেন।
ভারতীয় ডাক বিভাগের (Indian Post Department) পক্ষ থেকে এই চাকরির আবেদন নেওয়া হয়।২০২৩ এ ভারতীয় ডাক বিভাগ এর পক্ষ থেকে জানা যায় বিপুল সংখ্যক শূন্য পদে এ বছর মাধ্যমিক পাশের ছাত্র-ছাত্রীদের নিয়োগ করা হবে। সকল শূন্য পদে ভারতীয় ডাক বিভাগে দুটি পদে নিয়োগ করা হবে।
Post Office Jobs in 2023 || Vacancy
Post Office Jobs in 2023 || Vacancy: প্রথমটি হল ব্রাঞ্চ পোস্টমাস্টার আর দ্বিতীয় টি হল অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ।এই দুটি পদের প্রায় 40 হাজার ৮৮৯ টি শূন্য পদে নিয়োগ করা হবে। ভারতীয় ডাক বিভাগের বিজ্ঞপ্তি থেকে জানা যায়।
দেশের প্রায় প্রতিটি রাজ্যে মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের ভারতীয় ডাক বিভাগের চাকরির সুবর্ণ সুযোগ দেওয়া হয়েছে । যার মধ্যে ডাক বিভাগের শূন্য পদ প্রকাশ করা হয়েছে । সেখানে পশ্চিমবঙ্গ,উত্তর প্রদেশ, বিহার, অসম,
ঝাড়খন্ড, উড়িষ্যা, মহারাষ্ট্র, কর্নাটক, পাঞ্জাব, তেলেঙ্গানা, তামিলনাড়ু, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, কেরালা, রাজস্থান, ছত্রিশগড়, ভারতকে রাজধানী দিল্লি, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ ,হরিয়ানা, জম্বু কাশ্মীর, উত্তরাখান্ড আর উত্তরপূর্ব
Also Read- Click Here
Post Office Jobs in 2023 || Application Date
Post Office Jobs in 2023 || Application Date: ভারতের এই রাজ্যগুলিতে ভারতীয় ডাক বিভাগের শূন্য পদ রয়েছে। এইসব পদগুলির সুবর্ণ সুযোগ নিতে আবেদন গত ২৭ জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে। এই আবেদনের শেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত । তাই বেশি দেরি না করে সরকারি চাকরিতে জয়েন করতে হলে ভারতীয় ডাক বিভাগে indiapostgdsonline.gov.in আবেদন করে ফেলুন।
যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করার পর আবেদন ভুল থাকলে সেটিকে সংশোধন করার জন্য ১৭ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত সংশোধন করতে পারবেন।
Post Office Jobs in 2023 || Application Rules
Post Office Jobs in 2023 || Application Rules: ডাক বিভাগের চাকরি প্রার্থীরা যেকোনো স্বীকৃত বিদ্যালয়(School) থেকে গণিত অথবা ইংরেজি নিয়ে মাধ্যমিক পাশ করলেই চলবে। চাকরি প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে কিন্তু বর্তমান সময়ে অনেক প্রার্থীদের মাধ্যমিক পাশে বয়স ১৮ কম হয়ে থাকে ।
তাই ১৮ বছরের উপরে বয়স হতে হবে। এই চাকরিতে মহিলা এবং সংরক্ষিত শ্রেণীর (reserved class) চাকরিপ্রার্থীদের জন্য কোন আবেদন ফি লাগবে না, আর যারা বাকি অন্যান্য শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য ১০০ টাকা করে আবেদন ফি জমা দিতে হবে।
Thank you so much. Pratidin 24 ghanta