HomeNewsসন্ধি পূজা পূর্ণাঙ্গ সময়সূচী || Sandhi Puja Time 2023

সন্ধি পূজা পূর্ণাঙ্গ সময়সূচী || Sandhi Puja Time 2023

 

sandhi puja time 2023

 

sandhi puja time 2023:  দুর্গা পূজার একটি অপরিহার্য ও অন্যতম অংশ হল সন্ধিপূজো । সন্ধি কথার অর্থ হলো মিলন। অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও নবমী তিথির শুরুর ২৪ মিনিট এই মোট ৪৮ মিনিটের মধ্যে সন্ধি পুজো করা হয়।

সন্ধি পূজা পূর্ণাঙ্গ সময়সূচী || Sandhi Puja Time 2023
সন্ধি পূজা পূর্ণাঙ্গ সময়সূচী || Sandhi Puja Time 2023

ভক্তিপূর্বক সন্ধিপূজায় যোগ দিলে সারা বছর দুর্গাপূজো (Durga Puja) না করে সে ফল লাভ করা সম্ভব হয়। তাই দুর্গো পূজোতে সন্ধি পূজার পূর্ণাঙ্গ সময়সূচী ? সন্ধি পূজা কেন করা হয় ? সন্ধিপূজা কি ? এই সমস্ত বিষয় আমরা এই পোষ্টের মাধ্যমে জানবো

sandhi puja time 2023 || পূর্ণাঙ্গ সময়সূচী

দূর্গা পূজার অষ্টমী এবং নবমী সংযোগস্থলে যে সময়টি থাকে সেটিকে বলা হয় সন্ধি পূজা ৪৮ মিনিটের এই পূজোটি খুব গুরুত্বপূর্ণ পূজা এই পূজার ২০২৩এ পূর্ণাঙ্গ সময়সূচী হল-

  • দুর্গ পুজোর অষ্টমী দিনে ৪ই কার্তিক ,১৪৩০ বঙ্গাব্দে রবিবার, October 22,2023 Sunday।
  • সন্ধি পূজার পূর্ণাঙ্গ সময় হল- সন্ধ্যা ০৭ঃ৩৪ থেকে ৮ঃ২২ (07:34 PM to 8:22 PM)এর মধ্যে।

Also Read- Click Here

 সন্ধি পূজার তাৎপর্য

সন্ধি পূজার তাৎপর্য: সন্ধি পুজোর তাৎপর্য অতি আবশ্যক রয়েছে সন্ধি কথার অর্থ হলো মিলন। মা দুর্গা দ্বারা মহিষাসুর বধের কাহিনীর (story) সঙ্গে জড়িয়ে আছে এই সন্ধিপুজো অষ্টমী তিথির বিদায় আর নবমীর আগমন। এই দুই তিথির মিলন ক্ষণেই দেবী দুর্গা আবির্ভূত হন দেবী চামুন্ডা রূপে । যখন মহিষাসুরের সাথে দেবী বিরোধিতা করছিলেন সেই সময় মহিষাসুরের দুই সেনাপতি – চন্ড ও মুন্ড আক্রমণ করে মা দুর্গা এদের হারিয়ে দিয়েছিলেন।

সন্ধি পূজা পূর্ণাঙ্গ সময়সূচী || Sandhi Puja Time 2023



সন্ধি পূজা পূর্ণাঙ্গ সময়সূচী || Sandhi Puja Time 2023

সেই থেকেই মা দুর্গার নাম হয় চামুন্ডা । চন্ড ও মুন্ডকে যে সন্ধি ক্ষণে হারানো হয়েছিল তাকে স্মরণ রেখে এই সন্ধিপুজোর আয়োজন করা হয়। অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও নবমী তিথির প্রথম ২৪ মিনিট মিলিয়ে মোট ৪৮ মিনিট সময়ের যে মহা সন্ধিক্ষণ সেই সময় সন্ধিপূজো করা হয়।

সন্ধি পূজা পূর্ণাঙ্গ সময়সূচী || sandhi puja 

সন্ধি পূজা পূর্ণাঙ্গ সময়সূচী:sandhi puja : সন্ধি পুজো তে 108 টি পদ্ম (lotus) ও 108 টি মাটির প্রদীপ । সন্ধি পূজার গুরুত্বপূর্ণ একটি অঙ্গ পদ্ম হল ভক্তির প্রতীক । প্রদীপ প্রকাশিত করানো হলো জ্ঞানের প্রতীক আর চন্ড ও মুন্ড হল মানুষের মনের প্রবৃত্তি বা নিবৃত্তির প্রতীক (symbol)প্রবৃত্তি অর্থে ভোগ নিবৃত্তির অর্থে ত্যাগ। মোক্ষ লাভের জন্য দুইকেই বোধ করার মাধ্যমে দেবী চণ্ডীর পূজা করা হয় এবং তা করা হয় এই সন্ধিপূজায়।

সন্ধি পূজা পূর্ণাঙ্গ সময়সূচী || Sandhi Puja Time 2023
সন্ধি পূজা পূর্ণাঙ্গ সময়সূচী || Sandhi Puja Time 2023
sandhi puja time 2023 || ফলপ্রাপ্তি 

ফলপ্রাপ্তি : সন্ধি পূজায় 108 টি পদ্মফুল ও 108 টি প্রদীপ প্রকাশিত করানো ছাড়া পূজা সম্পন্নভাবে হয় না । এছাড়াও সন্ধি পূজার সঙ্গে নানারকম আচার ও প্রথা জড়িয়ে আছে । এই সন্ধি পূজোয় কেউ যদি সংযমী হয়ে উপবাস থেকে সন্ধিব্রত পালন করেন, তিনি যম দুঃখ থেকে মুক্তি পাবেন অর্থাৎ জীবনের শেষ সময়ও যম স্পর্শও করতে পারেনা।

সন্ধি পূজা পূর্ণাঙ্গ সময়সূচী || Sandhi Puja Time 2023
সন্ধি পূজা পূর্ণাঙ্গ সময়সূচী || Sandhi Puja Time 2023

কেউ যদি ভক্তি মনে অথবা শ্রদ্ধা ভাবে সন্ধি পূজোয় যোগ দেয় তাহলে সারা বছর দুর্গাপূজা না করেই সেই ফল লাভ করে । এই সন্ধি পূজায় সকলেরই যোগ দেওয়ার অধিকার রয়েছে । এই দিনে দেবীর নাম সব সময় জব করতে হবে তাহলে সংসারের মঙ্গল হবে এবং ফলপ্রাপ্তি হবে।

 

Pratidin24ghanta.com

RELATED ARTICLES
close
Exit mobile version