Saraswati Pushpanjali Mantra Bengali || সরস্বতী পুষ্পাঞ্জলী মন্ত্র: জ্ঞান এবং বুদ্ধির দেবী মা সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্র, প্রণাম মন্ত্র, দেবী বন্দনা, প্রার্থনা মন্ত্র, সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র নিয়ে আর চিন্তা করতে হবে না। আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ এবং সরল বাংলা ভাষার মা সরস্বতী দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্র। যা দিয়ে আপনি বিদ্যার দেবী মা সরস্বতীকে প্রসন্ন করতে পারবেন।
বিশেষ তাৎপর্য: প্রতিবছর বাংলা মাঘ মাসের শ্রী বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয় । শিক্ষা ,শিল্পকলা এবং সংগীতের দেবী হলেন সরস্বতী । তাই দেবীর কৃপা লাভ করতে বসন্ত পঞ্চমীর দিন ঘরে ঘরে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেবীর আরাধনা করা হয় ।
সরস্বতী ছাড়াও বাগদেবী, সারদা, ব্রাহ্মী, শতরূপা, মহাশ্বেতা, বকেশ্বরী সহ আরো অনেক নামেই দেবী ভক্তদের হৃদয়ে সদা বিরাজমান ।
তাই প্রতিবছর মাঘ মাসের শ্রী বসন্ত পঞ্চমী তিথিতে আমরা সবাই বাগদেবীর আরাধনায় মেতে উঠি । দেবী সরস্বতী পূজার প্রধান অঙ্গ হল- পুষ্পাঞ্জলি মন্ত্র, ধ্যান মন্ত্র, দেবীর বন্দনা, এবং প্রণাম মন্ত্র পুষ্পাঞ্জলি ছাড়া দেবীর পূজা সম্পন্ন হয় না।