SCC Recruitment 2023
SCC Recruitment 2023: ভারতের কেন্দ্র সরকারের অধীনে এসএসসি recruitment এর জন্য অনেক শূন্য পদ রয়েছে । এসএসসির শূন্য পদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। স্টাফ সিলেকশন কমিশনের(Staff Selection Commission) পক্ষ থেকে প্রায় ১২৫০০ এরও বেশি ভ্যাকেন্সি বের করার কথা উল্লেখ করেছে।
এসএসসির নিয়োগে আবেদন সম্পন্ন হবে অনলাইনের মাধ্যমে স্বীকার করা হবে। তাই অবশ্যই এই সুবর্ণ সুযোগটি হাতছাড়া না করে যত তাড়াতাড়ি সম্ভব অনলাইনে আবেদন করতে পারেন। কেন্দ্র সরকারের (Central Govt) এই চাকরির রিকোয়ারমেন্ট সম্বন্ধে বিশেষ তত্ত্ব জানার জন্য এই পোস্টের শেষ পর্যন্ত পড়বেন।
SCC Recruitment 2023 || workers
SCC Recruitment 2023 || workers: স্টাফ সিলেকশন কমিশন এর বিজ্ঞপ্তি থেকে উল্লেখ করা হয়েছে ,দেশের প্রত্যেকটি রাজ্য থেকে প্রায় বারো হাজার পাঁচশ কর্মীকে নিয়োগ করা হবে । নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করা হবে। এসএসসি রিকোয়ারমেন্ট এ সমস্ত চাকরিপ্রার্থীদের যোগ্যতা আঁধার করে নিয়োগ করা হবে। সমস্ত চাকরি প্রার্থীরা নিজের যোগ্যতা অনুসারে এই চাকরিতে প্রবেশ করতে পারবে।
২০২৩এ এসএসসি রিকৌয়েরিমেন্ট এর জন্য দেশের সমস্ত তরুণ বা তরুণীরা কেন্দ্র সরকারের এই চাকরিতে সুবর্ণ সুযোগ নিতে পারবে ।এই এসএসসির রিকোয়ারমেন্টে এমটিএস (MTS) এবং হাওয়ালদার শূন্য পদে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে ।
Also Read- Click Here
Recruitment || Selection process
Recruitment || Selection process: এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে(SSC official website) ২০২৩ এর চাকরির রিকৌয়েরিমেন্ট উল্লেখ করা হয়েছে যে এমটিএস চাকরি প্রার্থীরা কম্পিউটারের অভিজ্ঞতা থাকা খুবই অনিবার্য আছে।স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সমস্ত চাকরির পরীক্ষা কম্পিউটার (Computer)ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষা কেন্দ্রগুলিতে অনলাইন পরীক্ষার সুবিধা থাকবে সেই সাথে চাকরিপ্রার্থীদেরকে এস এস সি রিকৌয়েরিমেন্ট ২০২৩ এর নির্দেশ অনুসারে সম্পূর্ণ প্রয়োজনের নথিপত্র নিয়ে যেতে হবে তবে এই পরীক্ষার এডমিট কার্ড(Admit Card) সম্বন্ধে এখনো পর্যন্ত কোনো রকম বিজ্ঞপ্তি পাওয়া যায়নি
আবেদনের তারিখ || SCC Recruitment
আবেদনের তারিখ || SCC Recruitment : আবেদনের তারিখ এর জন্য ১৮ই জানুয়ারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং ১৮ই জানুয়ারি ২০২৩ থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এসএসসি রিকৌয়েরিমেন্ট এর জন্য আবেদন ফি 20/02/2023 পর্যন্ত চলবে।
যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করার পর আবেদন ফরমটিতে নানা রকম ভুলত্রুটি সংশোধনের জন্য 24/02/2023 তারিখে নিজের ভুল সংক্রান্ত তথ্য সমাধান করতে পারবে ।এসএসসি রিকৌয়েরিমেন্ট অনুসারে এই দিনগুলিতে আবেদন করা যাবে।
SCC আবেদন প্রক্রিয়া
- এসএসসি রিকৌয়েরিমেন্ট ২০২৩ এর চাকরির আবেদন করতে হলে প্রথমে ssc.nic.in এর ওয়েবসাইটে যেতে হবে।
- প্রথম স্টেপ পার করার পর হোমপেজে Tentative Vacancy এর লিংকে ক্লিক করতে হবে।
- তারপর Tentative Vacancy for MTS and Havaldar এক্সামিনেশন ২০২২ এর লিংকে ক্লিক করতে হবে।
- চতুর্থ স্টেপে পেজ খুলে যাবে তারপর নিজের সমস্ত নথিপত্র এসএসসি রিকৌয়েরিমেন্ট ২০২৩ এর পিডিএফ ডাউনলোড অনুসারে দিতে হবে।
Pratidin24ghanta.com