Shiv Puja Vidhi and Rules || শিব পূজা
Shiv Puja Vidhi and Rules || শিব পূজা: শিব হলেন হিন্দু ধর্মের (Hindu religion) এক প্রসিদ্ধ আরাধ্য দেবতা । সৃষ্টির প্রাক্কালে যখন এই জগতের কোন অস্তিত্বই ছিল না । তখন নিরাকার পরমব্রহ্ম পুরুষ তথা আদিপুরুষ দেবাদিদেব মহাদেব (Mahadev) এই জগতের সূচনা করেন। তিনি একাধারী নিরাকার আবার অন্যদিকে তিনি সাকার তিনি আদি তিনি অনন্ত সমস্ত শক্তির উৎস।
এ জগতের সমস্ত জ্যোতির উৎস তিনি যখন আলো অন্ধকার বলে কিছু ছিল না। দিনরাত্রি বলে কিছু ছিল না অর্থাৎ সৃষ্টির পূর্বে মাত্র তিনি এই জগতে স্ব-মহিমায় এ জগতে বিরাজ করছিলেন, সেই পরমেশ্বর ভগবান শিব কখনো ব্রহ্ম রূপে সৃষ্টি করে, কখনো বিষ্ণুরূপ ধারণ করে।
Shiv Puja Vidhi || শিবের মহিমা
Shiv Puja Vidhi || শিবের মহিমা: এই জগতের পালন করে আবার কখনো রুদ্র রূপে সংহার করেন । ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর সেই পরমেশ্বরের সৃষ্টির স্থিতিলয়ের তিনটি রূপভেদ মাত্র। তাই এই তিনটি রূপভেদের মধ্যে সত্তার কোন পার্থক্য নেই কোন ভেদ নেই। এই কারণে শিবলিঙ্গের সবথেকে নিচের অংশটিকে বলা হয় ব্রহ্মপীঠ ও মাঝখানের অংশটিকে বিষ্ণুপীঠ পিছনের দিক থেকে বেরিয়ে আসা অংশটিকে বলা হয় গৌরীপীঠ আর সবার উপরের অংশটি হলো শিবপীঠ ।
এই কারণে বাড়িতে শিবলিঙ্গের পূজা করলে কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হয়। যদিও দেবাদিদেব মহাদেব স্বল্পতেই সন্তুষ্ট। তার পূজোয় বিশেষ কোনো আলম্বন নেই । বাবা ভোলানাথ শুধুমাত্র একটি বেলপাতাতেই সন্তুষ্ট। শিব ঠাকুরের পূজায় কোন মন্ত্র লাগে না ।
Also Read- Click Here
Shiv Puja Vidhi and Rules || শিব পূজা
Shiv Puja Vidhi and Rules || শিব পূজা: শুধু ওম নমঃ শিবায় এই পঞ্চাক্ষরী মন্ত্রটি পাঠ করেই বাবা ভোলেনাথের পূজা করা যায়। তাই ব্রাহ্মণ ছাড়াও শিব পূজা করা সম্ভব । সব জাতির সব বর্ণের মানুষের বাবা ভোলানাথের পূজা করবার সমান অধিকার রয়েছে এবং সকলেরই মহাদেবের শিবলিঙ্গের মূর্তি স্পর্শ করার অধিকার রয়েছে।
বাড়িতে থাকা শিবলিঙ্গের পুজো
বাড়িতে থাকা শিবলিঙ্গের পুজো: বাড়িতে শিবলিঙ্গ থাকলে অবশ্যই পুজো করা উচিত। প্রতিদিন সকালে(morning) স্নানের পর শুদ্ধ বস্ত্রে পুজোয় বসতে হবে। মহাদেবের আরাধনায় বিশেষ কোনো উপাচার নেই। একটি পরিষ্কার পাত্রে শুদ্ধ জলে বা গঙ্গা জলে স্নান করিয়ে শিবলিঙ্গ কে তামার (copper) পাথরে বা পাথরের পাত্রে বসাতে হবে।
শিবলিঙ্গ কে স্নান করার সময় ঘি, মধু(honey) দিয়ে স্নান করা উচিত । প্রতিদিন না পারলেও সপ্তাহের একদিন সোমবার ঘি-মধু দিয়ে স্নান করাতে হবে। এতে শিবলিঙ্গের রূপ উজ্জ্বল থাকে। বলা হয় শিবলিঙ্গ যত উজ্জ্বল থাকবে ততই বাড়ির কল্যাণ হবে।
অনেকেই সোমবারে দুধ মিশ্রিত গঙ্গাজল দিয়ে স্নান করান তাছাড়া ও দুধ, দই ,ঘি ,মধু ,শর্করা ইত্যাদি গঙ্গাজল মিশ্রিত করে পঞ্চামৃত বানিয়ে শিবলিঙ্গ স্নান করাতে পারেন।
Shiv Puja Vidhi
Shiv Puja Vidhi: শিবলিঙ্গ কখনো একা রাখা উচিত নয় । শিবলিঙ্গে ধাতুর তৈরি সাপ রাখা উচিত। শিবলিঙ্গে ধাতুর তৈরি একটি ত্রিশূল রাখা উচিত আর শিবলিঙ্গের পাশে বা পিছনে নন্দী বাবার মূর্তি রাখা উচিত। শিবলিঙ্গ স্নানের পর নন্দী বাবাকেও স্নান করা ও পূজা করতে হবে।
তারপর তামা বা পাথরের পাত্রতে করে শিবলিঙ্গে তিনবার ওম নমঃ শিবায় বলে জল ঢালতে হবে আর শিব লিঙ্গ কে কখনোই শুকনো রাখবেন না, কারণ শিবলিঙ্গ শক্তির উৎস। শিবলিঙ্গ থেকে সবসময় শক্তি নির্মিত হয়। যা চোখে দেখতে পায় না তাই শিবলিঙ্গ কে জল ছাড়া কখনোই রাখা উচিত নয়।
Shiv Puja Rules || তিথি
Shiv Puja Rules || তিথি: শিব পুজো বা জল ঢালার বিশেষ তিথি শিবরাত্রি, নীল ষষ্ঠী, সম্পূর্ণ শ্রাবণ মাস ও চৈত্র মাস ছাড়া বেলা বারোটার পর শিবলিঙ্গে জল ঢালা যাবেনা। তাই বেলা বারোটার আগে শিবলিঙ্গের জল অর্পণ করার চেষ্টা করতে হবে। বিশেষত যারা সোমবারে বাবা ভোলেনাথের পুজো করেন, ব্রত করেন অবশ্যই সোমবারে বেলা বারোটার আগে শিবলিঙ্গে জল ঢালবে
কারণ বাবা ভোলানা সর্বদা ধ্যানে মগ্ন থাকে । তাই যখন তখন শিবলিঙ্গে জল ঢালা উচিত নয়। শিবলিঙ্গে জল অর্পণ করার পর বেল পাতা জলে ধুয়ে বা চন্দন(sandalwood) লাগিয়ে শিবলিঙ্গের মাথায় দিতে হবে। তারপর আপনি যাবতীয় পূজার সামগ্রীকে গঙ্গাজল ছিটিয়ে একটি শুদ্ধ করে নেবেন।
এবং বাবাকে প্রসাদ অর্পণ করবেন ধূপ আদি জ্বালিয়ে দেবেন । তারপর প্রদীপ আর ধূপনা দিয়ে আরতি করবেন, কিন্তু পুজো করার সময় সব সময় মনে রাখতে হবে ভগবান শিব পুজোর সময় শঙ্খ (conch shell) বাজানো যাবে না। ইত্যাদি বিষয়ে বিধি পালন করলে বাবা ভোলানাথ সন্তুষ্ট হয়ে যায়।
Pratidin24ghanta.com