শনিবার, সেপ্টেম্বর 23, 2023
HomeNewsVagini Nivedita in Bengali || ভগিনী নিবেদিতা জীবনী

Vagini Nivedita in Bengali || ভগিনী নিবেদিতা জীবনী

 

Join

Vagini Nivedita in Bengali || ভগিনী নিবেদিতা জীবনী

 

Vagini Nivedita in Bengali || ভগিনী নিবেদিতা জীবনী:  ভগিনী নিবেদিতা একজন অ্যাংলো আইরিশ বংশোদ্ভুত।  সমাজকর্মী ভগিনী নিবেদিতার আসল নাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল ।বাংলা তথা ভারতের সংস্কার আন্দোলনে তিনি অংশগ্রহণ করেছিলেন ।

Vagini Nivedita in Bengali || ভগিনী নিবেদিতা জীবনী
Vagini Nivedita in Bengali || ভগিনী নিবেদিতা জীবনী

Indian সনাতন ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তিনি সারাজীবন ভারতের সেবায় উৎসর্গ করেছিলেন । বিদেশ থেকে যে সকল ময়ূসী নারীরা ভারতে এসে, ভারতকে নিজের দেশ মনে করে সেবা করেছিলেন। ভগিনী নিবেদিতা তাদের মধ্যে অন্যতম ছিল।

ভগিনী নিবেদিতা জীবনী || জন্ম

ভগিনী নিবেদিতা জীবনী : জন্ম: ভগিনী নিবেদিতা (Vagini Nivedita) ২৮ শে অক্টোবর, 1867 খ্রিস্টাব্দে আয়ারল্যান্ডের (Ireland) ডানগ্যানন জন্মগ্রহণ করেন । তার পিতার নাম স্যমুয়েল রিচমন্ড নোবেল ছিলেন । এবং মাতা মেরি ইসাবেল ছিলেন ।দশ বছর বয়সে নিবেদিতার পিতার পরলোকগমন হয় । তারপর তার দাদা মশায়ের কাছে থেকেই তিনি লেখাপড়া শুরু করেন।

ভারতে চলে আসেন

ভারতে চলে আসেন: ১৮৮৪ খ্রিস্টাব্দে মিস নোবেল বিদ্যালয়ের পরীক্ষায় উত্তীর্ণ হন । মাত্র ১৭ বছর বয়সে তিনি শিক্ষিকা এবং লেখিকা হয়েছিলেন ।তার অন্তরে ছিল সত্যকে জানার আকাঙ্ক্ষা । ২৮ বছর বয়সে স্বামী বিবেকানন্দের (Vivekananda’s) সঙ্গে তার সাক্ষাৎ হয়। তিনি সামাজিক সাথে সাক্ষাতের পরে অভিভূত হন স্বামীজীর আহবানে তিনি ভারতে চলে আসেন ।

Vagini Nivedita in Bengali || ভগিনী নিবেদিতা জীবনী

Vagini Nivedita in Bengali || ভগিনী নিবেদিতা জীবনী

১৮৯৮ খ্রিস্টাব্দে ২৮ শে জানুয়ারি তিনি স্বদেশ ,পরিবার ও পরিজন ত্যাগ করে ভারতে চলে আসেন। ১৮৯৮ সালে ২৫ শে মার্চ স্বামী বিবেকানন্দ ভগিনী নিবেদিতা কে দীক্ষা দেন।  এবং স্বামী বিবেকানন্দ তার নামকরণ করেন ভগিনী নিবেদিতা ।

Also Read- Click Here

মানবসেবা

মানবসেবা: তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন লোকমাতা ও অরবিন্দ মহাশয় বলেছিলেন শিখাময়ী। তিনি নিজেকে সম্পূর্ণ নিবেদন করেছিলেন বলে , নারী জাতির মুক্তির জন্য তিনি বাগবাজারে 16 নম্বর বোসপাড়া লেনে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

১৮৯৮ সালে ১৩ই নভেম্বর মানবসেবা ছিল তার অন্যতম আদর্শ । স্বামী বিবেকানন্দের বাণী বিবেচনা তাকে আধ্যাত্মিকতা ভাবে প্রভাবিত করেছিল। তিনি এক ধারে ছিলেন সন্ন্যাসিনী আবার কবি, দার্শনিক ও ঐতিহাসিক।  কলকাতায় কঠিন পরিস্থিতি খারাপ হলে শহরবাসী পালিয়ে যেতে থাকলে, কিন্তু নিবেদিতা সমস্যাধিন মানুষদের বাড়িতে গিয়ে ঘুরে ঘুরে তাদের সেবা করেছিলেন।

Vagini Nivedita in Bengali || ভগিনী নিবেদিতা জীবনী

ভগিনী নিবেদিতার নিজের লেখা বই

ভগিনী নিবেদিতার নিজের লেখা বই: ভগিনী নিবেদিতার নিজের লেখা বই গুলির নাম হল- Kali the Mother, The Web of Indian Life, Cradle Tales of Hinduism, Footfalls of Indian History, The Master as I Saw Him, প্রভৃতি উল্লেখযোগ্য।

Vagini Nivedita in Bengali || উপসংহার

Vagini Nivedita in Bengali : উপসংহার: অতিরিক্ত পরিশ্রমের ফলে কয়েক বছরের মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন । হাওয়া বদলের জন্য তিনি দার্জিলিংয়ে ভ্রমণে যান এবং সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । সালটা ছিল ১৯১১ সালের ১৩ই অক্টোবর তখন ভগিনী নিবেদিতার বয়স ছিল মাত্র 44 বছর ।

Vagini Nivedita in Bengali || ভগিনী নিবেদিতা জীবনী
Vagini Nivedita in Bengali || ভগিনী নিবেদিতা জীবনী

তার এই বিশ্ব বন্ধুত্ব অবদানকে কোনদিন ভোলা যাবে না । তাই ভারতের মাটিতে Vagini Nivedita নাম খুবই প্রসিদ্ধ রয়েছে । এছাড়াও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ভবনটি নিবেদিতা আমি নমঙ্কিন করা হয়েছে।

Pratidin24ghanta.com

RELATED ARTICLES

শিব পূজা

Maida Kisse Banta Hai

Most Popular

Managerial Round Interview Questions

শিব পূজা

Jagadhatri Puja 2023

Ganesh Mantra

close