শুক্রবার, ডিসেম্বর 13, 2024
HomeNews2023 Holi Festival Date and Story

2023 Holi Festival Date and Story

 

2023 Holi Festival Date and Story

 

2023 Holi Festival Date and Story:  বসন্ত ঋতু আসা মানে হোলির উৎসব । বসন্ত ঋতুর (spring season) সবথেকে বড় এবং সুন্দর উৎসব হলো হোলি। যাকে আমরা দোল উৎসবও বলে থাকি। হোলি এবং রঙ্গের উৎসবকে দোলযাত্রা বলা হয় । হোলি উৎসব (Holi Festival) প্রতি বছরে বসন্তকালে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল উৎসব পালন করা হয়।

 

2023 Holi Festival Date and Story
2023 Holi Festival Date and Story

হোলি উৎসব ভারতের একটি মুখ্য উৎসব(Major festivals of India) । এই উৎসবে সমস্ত ভারত খুশিতে এবং আনন্দে মেতে ওঠে। বর্তমান সময় ভারত ছাড়া অন্যান্য দেশ-বিদেশেও খুব ধুমধাম ভাবে পালিত হচ্ছে । এখন দোল উৎসব কেবলমাত্র ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। দোল পূর্ণিমা উৎসব সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আবার এই উৎসবের পূর্ণিমা তিথিতেই শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্ম (Birth of Sri Chaitanya Mahaprabhu)বলেই এই দিনকে গৌর পূর্ণিমা নামে অবহিত করা হয়।

 

2023 Holi Festival Date

2023 Holi Festival Date: ২০২৩ সালের ৭ই মার্চ, অর্থাৎ বাংলার ৩০ শে ফাল্গুন, ১৪২৯ বঙ্গাব্দ , মঙ্গলবার পড়েছে দোল উৎসব। ২০২৩ সালে দোল উৎসবের পূর্ণিমা তিথি সময়সূচী হল-

  • তিথি শুরু- ৬ মার্চ সোমবার বিকেল ৪টে ১৭ মিনিটে।
  • তিথি সমাপ্ত- ৭ই মার্চ মঙ্গলবার সন্ধ্যে ৬টা ৯ মিনিটে।
2023 Holi Festival Date and Story

2023 Holi Festival Date and Story

এরপর যথারীতি পরের দিন ৮ই মার্চ , বুধবার পালন করা হবে সবার প্রিয় জনপ্রিয় উৎসব হোলি উৎসব যা এখন সমস্ত বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে।

 

Also Read- Bhagwan Hote Hain Ya Nahin- Click Here

 

Holi Festival Story

Holi Festival Story: ভগবান শ্রীকৃষ্ণের চরম বিদ্বেষী ছিলেন হিরণ্যকশিপু কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের (Lord Krishna)পরম ভক্ত ছিলেন, হিরণ্যকশিপু  এর পুত্র প্রহ্লাদ (Prahlad) মহারাজ । শ্রীকৃষ্ণের নাম নিলেই রাজা হিরণ্যকশিপু তাঁর পুত্র প্রহ্লাদকে শাস্তি দিতেন। বাবা হয়েও প্রহ্লাদকে মারার অনেক চেষ্টা করেছিলেন,

 

2023 Holi Festival Date and Story
2023 Holi Festival Date and Story

কিন্তু শ্রীকৃষ্ণ ভগবানের আশীর্বাদে প্রহল্লাদের কোনোরকম ক্ষতি করতে পারেনি তার বাবা হিরণ্যকশিপু (Hiranyakashipu) । রাজা হিরণ্য এর একটি বোন ছিল তার নাম হোলিকা। হোলিকা দীর্ঘদিন তপস্যা করে অগ্নিদেব কে সন্তুষ্ট করেছিলেন এবং অগ্নিদেব তাকে বর দিয়েছিলেন যে,

 

 Holi Festival Story || হোলিকার দ্বারা প্রহ্লাদের পরীক্ষা

 Holi Festival Story || হোলিকার দ্বারা প্রহ্লাদের পরীক্ষা: পরবর্তীকালে কোনরকম আগুন থেকে তুমি মুক্তি পাবে, তোমার কোন ভয় নেই। চলন্ত আগুনের মধ্যে দাঁড়ালো তোমার কিছু হবে না। তাই হোলিকাকে তার দাদা রাজা হিরণ্যকশিপু ডাকলেন প্রহ্লাদকে হত্যা করার জন্য। তারপর হোলিকা একটি পরিকল্পনা করেন সেই পরিকল্পনায় একটি অগ্নিকুণ্ড তৈরি করা হলো।

 

2023 Holi Festival Date and Story
2023 Holi Festival Date and Story

সেখানে হোলিকা(Holika) প্রহ্লাদকে কোলে নিয়ে ঐ অগ্নিকুণ্ডের উপর বসলো, কিন্তু বসার আগে হোলিকা ভাবলো আমার আগুনে শরীরের কোন কিছুই ক্ষতি হবে না কারণ স্বয়ং ব্রহ্মা আমাকে বর দিয়েছে তাই আমার কিছু হবে না। তারপর হোলিকা প্রহ্লাদ মহারাজকে কোলে নিয়ে অগ্নিকুণ্ডের মধ্যে প্রবেশ করলেন

 

 Holi Festival Story || হোলিকা দহন

 Holi Festival Story || হোলিকা দহন: আর প্রহ্লাদ মহারাজ শ্রীকৃষ্ণের নাম ইস্ স্মরণ করতে থাকলেন । এই হোলিকার অমানবিক কান্ড দেখে স্বয়ং ব্রম্মা , হলিকাকে দেওয়া বরটিকে ফিরিয়ে নিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের পরম ভক্তকে আগুনের ছোঁয়া টুকু লেখতে দিলেন না ।

 

2023 Holi Festival Date and Story
2023 Holi Festival Date and Story

সম্পূর্ণ আগুনের ছোঁয়া হোলিকার উপর পড়লো এবং হোলিকার সেখানে মৃত্যু হল । তারপর থেকেই মনে করা হয় হোলিকার নিধন আর অশুভ শক্তির বিনাশ , এটিকে কেন্দ্র করে ভক্তরা হোলি উৎসব পালন করেন ।  হোলি শব্দটি এসেছে হোলিকা শব্দ থেকে। অনেক স্থানে হোলি উৎসবের আগের দিন , হোলিকা দহন হয় তাই এই বসন্ত উৎসবের নাম হলো হোলি।

 

 

Thank you so much.

Pratidin24ghanta.com

 

RELATED ARTICLES

Most Popular

close