শনিবার, সেপ্টেম্বর 23, 2023
HomeNewsDurga Pranam Mantra in Bengali

Durga Pranam Mantra in Bengali

 

Join

Durga Pranam Mantra in Bengali

 

Durga Pranam Mantra in Bengali: দেবী দুর্গা মা হিন্দু ধর্মের (Hindu religion)এক প্রসিদ্ধ দেবী রূপে পূজা করা হয়। দুর্গা কথাটির অর্থ হলো যিনি দুর্গতি বা সংকট থেকে রক্ষা করেন। হিন্দু ধর্মে দেবী দুর্গা পরম প্রকৃতি ও সৃষ্টির আদি কারণ ।ইনি মহাদেব শিবের (Lord Shiva) স্ত্রী পার্বতীর উগ্র রূপ,

 

Durga Pranam Mantra in Bengali
Durga Pranam Mantra in Bengali

গণেশ ও কার্তিকের জননী এবং কালীর অন্য রূপ দেবী দুর্গার বাহন সিংহ (lion) । দেবী হলেন পরমশক্তি ,দেবীর শক্তিটি ব্রহ্মার সৃজন বিষ্ণু (Vishnu) পালন এবং রুদ্র সংহার করেন । আমরা আজ মা দুর্গার মহামায়া, যোগমায়া রুপি , অর্থ সহিত দুর্গার প্রণাম মন্ত্র শুদ্ধ ও সুন্দরভাবে বুঝে নিবো।

 

History of Durga Puja according to custom

History of Durga Puja according to custom: প্রাচীন কাল থেকেই প্রথা অনুযায়ী প্রতিবছর দীর্ঘ প্রতীক্ষার পর ওমা তার বাপের বাড়িতে আসেন। অথবা বলা যেতে পারে মা জগৎ জননী তার ভক্তদের সমস্ত দুঃখ-কষ্ট দূর করে এই মর্তলোকে আনন্দ ও শুভ শক্তির আগমন ঘটাতে আসেন।

 

Durga Pranam Mantra in Bengali

Durga Pranam Mantra in Bengali

বিভিন্ন ভাষাভাষীর মানুষ এবং বিশেষত বাঙ্গালীর বহু প্রতীক্ষিত উৎসব হলো দুর্গা পুজো(Durga Puja)  । দুর্গা পুজোয় মায়ের উদ্দেশ্যে প্রণাম আমরা দেই, কিন্তু অনেক এমন মানুষ আছেন যারা শারীরিকভাবে অসুস্থতার কারণে অথবা বার্ধক্য জনিত কারণে বা অন্য যেকোনো কারণে দূর্গা মন্ডপে গিয়ে প্রণাম দিতে পারেন না।

 

Also Read- Click Here

 

Durga Pranam Mantra in Bengali

Durga Pranam Mantra in Bengali: অনেকে ভারতবর্ষের বাইরে থেকে এই পুজোয় ভাগ নিতে পারেন না, তাই  বাড়িতে থেকেই মা দুর্গার  প্রণাম মন্ত্র ( Mā durgāra praṇāma mantra)পড়তে পারেন । এছাড়াও শাস্ত্র অনুসারে দুর্গার প্রণাম মন্ত্র প্রতিদিন পাঠ করলে জীবনে অনেক সুখ শান্তি হয়। এবং সমস্ত ধরনের বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় ,সংসারের সমস্ত বাধা বিঘ্ন এড়িয়ে যাওয়া যায়। মা দুর্গার প্রণাম মন্ত্রটি প্রতিদিন স্মরণ করলে বা পাঠ করলে।

 

Durga Pranam Mantra in Bengali
Durga Pranam Mantra in Bengali

 

শ্রীশ্রী দুর্গা প্রনাম মন্ত্র

 

ওঁ সর্বমঙ্গলমঙ্গল্যে, শিবে, সর্বার্থসাধিকে।
শরণ্যে, ত্রামবকে গৌরী, নারায়নি নমোহস্তু তে ।।

শব্দার্থঃ

সর্বমঙ্গলমঙ্গল্যে- হে দেবী তুমি সর্ব মঙ্গল দায়িনী ,

শিবে- শিবা সকল,

সর্বার্থসাধিকে- কার্য সাধিকা

শরণ্যে- আশ্রয় স্বরূপীনী

ত্রামবকে- ত্রিনয়না

গৌরী- গৌরী নাম বিশেষ

নারায়নি- নারায়নী

নমোহস্তু তে- তোমাকে নমস্কার করি

মন্ত্রের সরলার্থঃ

‘হে ! দেবী দুর্গা তুমি সর্বমঙ্গল দায়িনী, শিবা, সকল কার্য সাদিকা, , আশ্রয় স্বরূপিনী, ত্রিনয়না, গৌরী, নারায়নী, তোমাকে নমস্কার করি।

Durga Pranam Mantra in Bengali
Durga Pranam Mantra in Bengali

 

Durga Pranam Mantra|| নিয়ম

 

Durga Pranam Mantra|| নিয়ম:  দূর্গা মন্ত্রটি পাঠ করার আগে কিছু নিয়ম (rules) রয়েছে। সেই নিয়ম গুলি হল সবার প্রথমে সকালে নৃত্যকর্ম বিধি স্নান ইত্যাদি করে, শুদ্ধ বস্ত্র করে মায়ের ফটো সামনে অথবা আপনার বাড়িতে যদি দেবী দুর্গা মায়ের ফটো যদি না থাকে, তাহলে দেবী দুর্গাকে মনে মনে স্মরণ করে উত্তর বা পূর্ব দিকে অথবা দেবীর ছবির সম্মুখে বসতে হবে।

 

Durga Pranam Mantra in Bengali
Durga Pranam Mantra in Bengali

এরপর নিজের গায়ে দুহাতে গঙ্গাজল (ganga water) ছিটাতে হবে ।এরপর বা ডান হাতে,বাম হাতে ও মুখে একবার বা তিন বার গঙ্গাজল ছিটাতে হবে। তারপরে দেবী দুর্গার মন্ত্র পাঠ করতে হবে। শাস্ত্রে এটাও লেখা রয়েছে যদি কোন সময় কেউ বিপদে পড়ে যায়, তখন দুর্গা প্রণাম মন্ত্রটি পাঠ করলে বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়।

 

Pratidin24ghanta.com

RELATED ARTICLES

শিব পূজা

Maida Kisse Banta Hai

Most Popular

Managerial Round Interview Questions

শিব পূজা

Jagadhatri Puja 2023

Ganesh Mantra

close