Durga Puja Rachana in Bengali || দুর্গাপূজা প্রবন্ধ রচনা
Durga Puja Rachana in Bengali || দুর্গাপূজা প্রবন্ধ রচনা: দুর্গাপূজা ভারতের এবং বাঙ্গালীদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব দুর্গাপূজা। দুর্গা পূজা উৎসব ,শারদীয় উৎসব নামে পরিচিত। প্রতিবছর আশ্বিন মাসের শুক্লপক্ষে প্রতিপদ থেকে দশমী পর্যন্ত পালিত হয়। এটি বাঙালির জনপ্রিয় উৎসব।
শিশির ভেজা দূর্বা ঘাসে ঝরে পড়া শিউলি ফুলের গন্ধ আর তুলোর মতো কাশফুলের দোলা বাংলার মাঠ ,ঘাট ,নদী ,প্রান্ত সমাজকে জানিয়ে দে, মায়ের আগমনী বার্তা। বাঙালির দীর্ঘ এক বছর প্রতীক্ষার অবসান ঘটে। মহালয়ার শুভ বন্দনাতে, ধনী-গরীব, নারী -পুরুষ, আবাল-বৃদ্ধ যুবক-যুবতী নির্বিশেষে দুর্গাপূজোয় আনন্দয় মেতে ওঠে।
Durga Puja Rachana in Bengali || পটভূমি
Durga Puja Rachana in Bengali : পটভূমি: দুর্গাপূজা বছরের দুবার হয় বসন্তকালে ও শরৎকালে । বসন্তকালের দূর্গা পূজা কে বাসন্তী পূজা বলা হয় ও শরৎকালে দুর্গাপূজাকে শারদীয় দুর্গাপূজা বলা হয়।পুরা কালে রাজা সুরত তার হারিয়ে যাওয়া সম্রাজ্য ফিরে পাওয়ার জন্য দেবী দুর্গার পূজা ,বসন্তকালে করেন।
তখন থেকেই বাসন্তী দুর্গাপূজা আরম্ভ হয় । অন্যদিকে রামায়ণ অনুসারে শ্রী রামচন্দ্র শরৎকালে সীতা উদ্ধারের নিমিত্ত লঙ্কাধিপতি রাবনের সাথে বিরোধিতার পূর্বে 108 টি নীল পদ্ম সহযোগে দেবী দুর্গার পূজার আয়োজন করেছিলেন ।শরৎকালে তাই এই পুজোকে শারদীয়া Durga Puja বলা হয়। কিন্তু বাঙালিরা বিশেষভাবে শ্রীরামচন্দ্রের মত অনুসারে শারদীয় দুর্গাপূজাকেই আনন্দের উৎসে মেনে নিয়েছেন।
Also Read- Click Here
মহালয়া
মহালয়া , দুর্গাপুজোর আগে আমাবস্যার দিনে পালিত হয় । মহালয়া থেকেই বাঙ্গালীদের দুর্গ পুজোর উৎসব প্রায় আরম্ভ হয়ে যায় ।এই দিন হিন্দুরা শাস্ত্র অনুসারে পূর্ব পুরুষদের প্রতি তর্পণ করে থাকেন। এই দিনে ভারতের বেশ কিছু টিভি চ্যানেলে, ইন্টারনেটে বা রেডিওতে দেবী দুর্গার ইতিহাস ও স্বরূপ অভিনয়ের মাধ্যমে দেখানো হয়। এই দিনে ভোর চারটা থেকে এই অনুষ্ঠানগুলি আরম্ভ হয়।
দুর্গাপূজার সময়কাল
Durga Puja পুজোর সময় সাধারণত আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠ থেকে দশম দিন পর্যন্ত শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এই পাঁচটি দিন যথাক্রমে দুর্গা ষষ্ঠী, দুর্গা সপ্তমী, মহা অষ্টমী, মহান নবমী এবং বিজয়া দশমী নামে পরিচিত। আশ্বিন মাসের শুক্ল পক্ষটিকে দেবিপক্ষ বলা হয়।
Durga Puja Rachana in Bengali || দুর্গাপূজা প্রবন্ধ রচনা
দেবী দুর্গার প্রতিমা বর্ণনা
দেবী দুর্গার প্রতিমা মূর্তিটি দেখা যায়- তা পরিবার সম্মিলিত বা সপরিবার দুর্গার মূর্তি। মধ্যস্থলে থাকেন দেবী দুর্গা সিংহবাহিনী ও মহিষাসুর মর্দিনী তার মুকুটের উপর শিবের ছোট মুখ। দেবী দুর্গার দশটি হাত। ১০ হাতে থাকে দশ প্রকার অস্ত্র শক্তি ।
এবং দেবীর পদতলে থাকেন মহিষাসুর এবং দেবীর দু’পাশে থাকে তার ছেলে মেয়েরা । ডান পাশে থাকে দেবী লক্ষ্মী ও তার বাহন পেঁচা। এবং সিদ্ধিদাতা গণেশ (Siddhidata Ganesha) ও তার বাহন ইঁদুর বাম পাশে থাকে বিদ্যাদেবী মা সরস্বতী ও তার প্রিয় বাহন হাঁস এবং কার্তিক ও তার ময়ূর।
পূজার বিবরণ
এই চারটি দিন বাঙালিরা নিষ্ঠা ও শ্রদ্ধা পূর্বক সমারোহে পূজা পণ্য করে। শাস্ত্র অনুসারে রীতি নিয়ম পালন করা হয় । পূজার দিনগুলিতে, চন্ডীপাঠ, মন্ত্র পাঠ, ধূপ, ধূনো, চন্দনের সুগন্ধীর সাথে ঢাকের এবং কাশির আওয়াজে বাংলার পরিবেশকে আনন্দময় করে তোলে ।
মহাষষ্ঠীর দিন দেবীর বোধন হয় ,সপ্তমীতে নবপত্রিকা স্নান, অষ্টমীতে কুমারী পূজা, অষ্টমী ও নবমীর, সন্ধিক্ষণে হয় সন্ধিপূজো, এবং বিজয়া দশমীর দিন হয় দেবীর বিসর্জন ।
দুর্গাপূজা প্রবন্ধ রচনা || উপসংহার
দুর্গাপূজা বাঙ্গালীদের প্রধান উৎসব । ধনী-দরিদ্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ দূরে সরিয়ে সবাই মিলেমিশে পরমানন্দের মিলনক্ষেত্র ও প্রীতি ভালবাসার বন্ধন হল দুর্গাপূজা । আত্মীয়স্বজনের ও বন্ধু-বান্ধবের প্রতি শ্রদ্ধা ও মঙ্গল কামনায় দুর্গাপূজার সার্থকতা।
Pratidin24ghanta.com