Sister Nivedita Bani in Bengali || ভগিনী নিবেদিতার বাণী
Sister Nivedita Bani in Bengali || ভগিনী নিবেদিতার বাণী: একজন এংলো আইরিশ বংশোদ্ভুত সমাজ কর্মী, লেখিকা, শিক্ষিকা এবং স্বামী বিবেকানন্দের পরম শীর্ষ মার্গারেট এলিজাবেথ নোবেল বা ভগিনী নিবেদিতা তার জন্ম ২৮ শে অক্টোবর, 1867 খ্রিস্টাব্দে আয়ারল্যান্ডের (Ireland) ডানগ্যানন জন্মগ্রহণ করেন । তার পিতার নাম স্যমুয়েল রিচমন্ড নোবেল ছিলেন এবং মাতা মেরি ইসাবেল ছিলেন ।
ভগিনী নিবেদিতার বাণী
- Sister Nivedita- মনের সকল অংশকে একই লক্ষে একাগ্র কর দিবারাত্রি তোমার একমাত্র চিন্তা হোক সেই কর্ম যা সম্পাদন করবে বলে হাত লাগিয়েছো ত্রুটিহীন সেবাই তোমার অনুক্ষণের ধ্যান-জ্ঞ্যান হোক।
- তাহলেই নতুন যুগের নতুন ঋষির আবির্ভাব ঘটবে, সর্বত্র হাটে বাজারে, ক্ষেতে, পৌর প্রতিষ্ঠানে ও জাতীয় জীবনের প্রতিটি মনোনয়ন করে চিন্তা ভাবনা করে নিজের উন্নয়নের পথ পথ খুঁজে নিতে হয় ।সেটিকে , সক্রিয়তায় আনতে হয়, অতীতের ভুল ভ্রান্তি থেকে সংশোধনের শিক্ষা নিয়ে।
- ভারতের যুবক এবং ছাত্র গণের নিকট ভারতীয় সধ্যায় বা ব্রহ্মচর্য পালন অপেক্ষা আর কিছুই নেই।
Also Read- Click Here
জীবনের লক্ষ্য || Bani
- Sister Nivedita- হে ভগ্নিগণ আপনাদের নিকটে আমার অনুরোধ আপনারা পাশ্চাত্য সাহিত্যের পরিবর্তে এই মহিন্ময় পাশ্চাত্য সাহিত্যের অনুশীলন করুন। পাশ্চাত্যের রীতি ও আরম্ভন এবং তার ইংরেজির শিক্ষা যেন আপনাদের বিনম্র সৌজন্য নষ্ট না করে।
- আমাদের প্রয়োজন শক্তিশালী যুবকবৃন্দের দেশের কল্যাণ যেন তোমাদের জীবনের লক্ষ্য হয়। সর্বদা স্মরণ রাখবে সমগ্র ভারতবর্ষই তোমাদের স্বদেশ এবং বর্তমানে এই দেশের প্রয়োজন কর্ম । যখন সংগ্রামের আহ্বান আসবে তখন যেন নিদ্রাচ্ছন্ন থেকো না।
- জাতীয়তার আদর্শ সৃষ্টি করায় বর্তমান ভারতের প্রধান সমস্যা ভারতীয় মুক্তির মধ্যে এই জাতীয়তাবাদ নিহিত বৈচিত্রের মধ্যেই ঐক্য বৈচিত্র্যই ঐক্যের প্রাণ এই ঐক্য যান্ত্রিক নয় জীবন কর্ম।
Sister Nivedita Bani
- নিজের জাতীয় ভাবকে বিশ্বভাবের অংশরূপে আত্মগত করতে হবে সেই জন্য প্রয়োজন হলে ভাঙতে হবে বাহ্যিক আচারের বন্ধন কিন্তু তা যেন ব্যক্তিগত স্বার্থের না করা হয় বিশ্বের সেবায় প্রকৃত স্বদেশ সেবা।
- শিক্ষার্থীকে মনে রাখতে হবে তার লক্ষ্য শুধু নিজের উন্নতি নয় ব্যক্তি, দেশ ও ধর্মের প্রতি দৃষ্টি রেখে যে কল্যাণময় শিক্ষা, তাই তাকে যথার্থ মানুষরূপে গড়ে দেশ সেবায় নিযুক্ত করা এই দেশপ্রেম।
- যখন হৃদয়ে দৃঢ় হয়ে আদর্শ ও সংস্কৃতিতে উন্নত মস্তকে শ্রদ্ধা করতে শেখায় তখনই অপরাপর জাতির মহত্ব ও উচ্চ আদর্শের মর্ম গ্রহণ করা সম্ভব হয় তা না হলে আন্তর্জাতিক তার দোহাই দিয়ে অপর জাতির অনুকরণ চরিত্রকে নিকৃষ্ট করে তোলে।
Sister Nivedita Bani in Bengali || ভগিনী নিবেদিতার বাণী
- Sister Nivedita- একবার আত্মনিবেদনে সক্রিয় হলে হৃদয় ও মনের সব দিলেও মনে হয় যেন কিছুই দেওয়া হল না সমর্পণেই যেখানে প্রকৃত লক্ষ্য, সেখানে দেওয়ার পরিমাণ বিচারের বিষয় হতে পারে না।
- আত্ম অনুশীলনের জন্যই নয়, পড়ন্ত আদর্শের জন্য আমাদের ভালো-মন্দ সর্বস্ব নিয়ে নিবেদন করতে পারি প্রেমের জন্যই প্রেম কর্মের জন্যই কর্ম সনাতন আধ্যাত্মিক এই হল শ্রেষ্ঠ বার্তা ।
- কে কোন বিশেষ কর্মধারা গ্রহণ করছে তা নিয়ে কিছু আসে যায় না তিনিই প্রকৃত বীর যিনি যথোপযুক্ত কাজের দ্বারা তথা নিজেকে নিবেদনের মাধ্যমে ঐকান্তিক দেশভক্তির পরিচয় দেন।
Pratidin24ghanta.com