শুক্রবার, ডিসেম্বর 13, 2024
HomeNewsDaily NewsBangla Serial Update Kolkata || দীর্ঘদিন পর আবার অভিনয়র "শ্যামা"

Bangla Serial Update Kolkata || দীর্ঘদিন পর আবার অভিনয়র “শ্যামা”

 

Bangla Serial Update Kolkata||দীর্ঘপর আবার অভিনয়র “শ্যামা” 

 

 Bangla Serial Update Kolkata: তিয়াসা রায়,যদিও এই নামটির সাথে অনেকেই পরিচিত নয়, তবে এটি অপরিচিত নামও নয়। এটি হলো বাংলা সিরিয়ালের অভিনেত্রী ‘শ্যামা’ নামের অভিনেত্রীর নাম। স্বামী সুমন রায়ের সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে বর্তমানে একাই জীবন যাপন করছেন তিয়াশারায়।

যেহেতু বাংলা সিরিয়ালের একজন বিখ্যাত অভিনেত্রী তাই তাদের এই বিবাহ বিচ্ছেদ নিয়ে চলে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের আলোচনা। এছাড়া সুবানে সঙ্গে সংসার ভেঙে যাওয়ার ফলে অভিনেত্রীকে চারিদিক থেকে বিভিন্ন সমালোচনার মুখে পড়তে হয়েছে বহুবার।

Bangla Serial Update || বিবাহ বিচ্ছেদের পর 

বিবাহ বিচ্ছেদের পর তার জীবন বর্তমানে কেমন চলছেঃ  সম্প্রতি একটি ইউটিউব চেনালে তার বিবাহ বিচ্ছেদের তার জীবন বর্তমানে কেমন চলছে এ নিয়ে বিশদে মন খুলে আলোচনা করতে ও মন খুলে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে শোনা যায় অভিনেত্রীকে।

গোবরডাঙ্গার মেয়ে তিয়াসা স্বামীর হাত ধরেই সিরিয়ালে প্রবেশ করেন এবং সিরিয়ালের মাধ্যমেই তিনি মানুষের মধ্যে জনপ্রিয়তা শিখর ছুয়ে ফেলেন। তার নিজের নামে থেকে, তিনি ‘শ্যামা’ বলেই এখনো অনেকের কাছেই পরিচিত। তবে যেমনটা তার প্রশংসা তার অভিনয়ের মাধ্যমে তিনি পেয়েছিলেন তেমনি জীবনে এখন পর্যন্ত কোটাক্ষ তাকে কম শুনতে হয় নি।

Bangla Serial Update|| আত্মীয়-স্বজনের নিন্দা  

Bangla Serial Update|| আত্মীয়-স্বজনের নিন্দা: তিয়াশা এদিন জানান, আর অনেক আত্মীয়-স্বজনের নাকি তাকে নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, সে নাকি খেতি পাওয়ার পর অনেক অহংকারী হয়ে গিয়েছেন। কিন্তু তিয়াসা তাদের এই কটাক্ষকে মনে না নিয়ে, আলোচকদের উদ্দেশ্যে বলেন তিনি আগের মতই আছেন।

Bangla Serial Update Kolkata

এদিন তিনি নিজের মনের কিছুটা অভিমান কে সামনে রেখে সকলের উদ্দেশ্যে বলেন, অভিনেতা-অভিনেত্রীরাও মানুষ। তাদের জীবনেও অন্যান্য মানুষের মতো ব্যথা বেদনার অনুভূতি আছে।তারাও চাই সমাজে আর দশটা মানুষের মতন চলতে।

Bangla Serial Update Kolkata||দীর্ঘপর আবার অভিনয়র "শ্যামা" 
Bangla Serial Update Kolkata||দীর্ঘপর আবার অভিনয়র “শ্যামা”

স্বামীর সাথে বিচ্ছেদ হওয়ার পরে অনেকেই তাকে বলেছিলেন যে, তিনি নাকি স্বামীর হাত ধরেই অভিনয়ের জগতে এসেছিলেন। খ্যাতি পাওয়ার পর তাকেই ছেড়ে দিলেন! এদিন এ বিষয়ে কথা বলতে গিয়ে কি আসা জানান, তিনি স্বামী সুবান এর কাছে, তাকে এমন একটা বড় মঞ্চে সুযোগ ও অভিনয়ে সুযোগ করে দেওয়া জন্য তিনি স্বামীর কাছে কৃতজ্ঞ থাকবেন।

Bangla Serial Update Kolkata

তাছাড়া তিনি দিন জানান, দুজন মানুষের মধ্যে পারস্পরিক সম্পদ সম্মতিতেই বিবাহ বিচ্ছেদ হয়ে থাকে। কিন্তু বিবাহ বিচ্ছেদের পর সকলেই বিবাহ বিচ্ছেদের জন্য তাকেই দোষির ভাগিদার হিসেবে আলোচনা করতে থাকে। এসব বিষয় নিয়ে তিনি মানষিক দিক থেকে কিছুটা ভেঙে পড়েছিলে।

Bangla Serial Update||  অভিনয়ে ফিরছেন

এদিন অভিনেত্রী জানান, চারিদিকে আলোচনা ও নিজের মানসিক চাপের কারণে, একটা পর্যায়ে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন তিনি। এমন কি মানষিক বিষাদের কারনে মাঝে মাঝে নিজেকে শেষ করার কথাও তিনি ভেবেছিলেন। কিন্তু এত কিছুর পরেও তিনি নিজেকে থামলে নিয়েছেন। দীর্ঘদিন বিরতির পর আবারো তিনি কাজে ফিরছেন

প্রতিদিন২৪ঘন্টার অন্য খবরের জন্য Click Here

 

RELATED ARTICLES

Most Popular

close