সোমবার, ডিসেম্বর 23, 2024
HomeNewsCapricorn in Bengali || ২০২৩ মকর রাশি

Capricorn in Bengali || ২০২৩ মকর রাশি

 

Capricorn in Bengali || ২০২৩ মকর রাশি

 

Capricorn in Bengali :২০২৩ মকর রাশি:  ২০২৩ সালে মকর রাশি কেমন যাবে? মকর রাশির জীবনের উন্নতি, প্রেম-বিবাহ, আর্থিক উপার্জন, শুভ যোগ, শুভ দিন, জীবনে কি ?সমস্যা আসতে পারে।

Capricorn in Bengali || ২০২৩ মকর রাশি
Capricorn in Bengali || ২০২৩ মকর রাশি

২০২৩ সালে এই এই রাশির জাতক জাতিকারা ভাগ্যকে কিভাবে বদলাবে। তাদের ভাগ্যের চাকা খুলবে কিভাবে? সমস্ত তথ্য ভবিষ্যৎবাণী নিশ্চিতভাবে এই পোষ্টের মাধ্যমে আলোচনা করা হয়েছে। তাই সম্পূর্ণ পোস্টটি অধ্যয়ন করবেন।

Capricorn || কর্মজীবন এবং অর্থ জীবন

Capricorn:কর্মজীবন এবং অর্থ জীবন: ২০২৩ কর্মজীবন এবং অর্থ জীবন অনেক উন্নতির দিকে এগিয়ে যাবে। আপনার ব্যাংকের সঞ্চয়ের পরিমাণ কিছুটা হলেও বৃদ্ধি পাবে। এবছর আপনার রাশিতে শনিদেবের কৃপা থাকবে। ফলস্বর যারা জাদু ,তন্ত্র ,মন্ত্র, বিদ্যা, সাইন্স, জ্যোতিষ এবং পিএইচডি চর্চা মূলক গবেষণা বা বিদেশে লেবেলের, শিক্ষায় জড়িত রয়েছেন ।

তাদের জন্য ২০২৩ সালে তাদের উন্নতি অতি আবশ্যক রয়েছে। তাদের প্রচেষ্টাও করতে হবে। ব্যক্তির এই বছরের অন্তিমে সামান্যভাবে শারীরিক সমস্যা হতে চলেছে। মকর রাশির জাতক জাতিকাদের রোজ ইনকাম সোর্স বাড়তে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এ বছরের ভবিষ্যৎবাণী অনুসারে মকর রাশির জাতক-জাতিকাদের চাকরির সুবিধা উপলব্ধ রয়েছে।

প্রেম ও বিবাহ

প্রেম ও বিবাহ: ২০২৩ সালে আপনার প্রেম জীবন খুবই সাফল্য হতে চলেছে। আপনার মনের রুচি অনুযায়ী প্রেম পাবেন। অতীতে যদি আপনার প্রেমে কোন সমস্যা হয়েও থাকে তাহলে সেই প্রেম আপনি এই বছরে ফিরে পাবেন। প্রেমে কোন বাধা বিঘ্ন নেই আর যদিও ছোটখাটো বাধা বিঘ্ন আসে তা আপনি নিজেই সলভ করার মত ক্ষমতায় থাকবেন।

Capricorn in Bengali || ২০২৩ মকর রাশি

Capricorn in Bengali || ২০২৩ মকর রাশি

এর সাথে সাথে পরিবারের ভালবাসাও থাকবে। বিবাহ ক্ষেত্রে খুবই শুভ বছর রয়েছে ২০০৩ সালে যে সমস্ত মকর রাশির ব্যক্তির বিবাহে বাধা ছিল তারা বিবাহের সকল নিশ্চিত রূপে হবে। বিবাহে কোনরকম সমস্যা আসবে না তবে বিবাহ ক্ষেত্রে আপনাকে নিজের মত অনুসারে রাস্তা বেছে নিতে হবে।

২০২৩ মকর রাশি শুভ যোগ

  • শুভ বার- রবিবার, মঙ্গলবার, শনিবার।
  • শুভ দিশা- উত্তর, পশ্চিম।
  • শুভ রং- আকাশী, হলুদ ও নীল।
  • শুভ সময়- সকাল ৯ টা ৪১ মিনিট থেকে দুপুর ২:৩০ মিনিট পর্যন্ত।
  • শুভ নাম্বার- ৩, ৭, ১৫, ২১, ৩৫, ৪০।

Also Read- Click Here

Capricorn || পরিবার ও স্বাস্থ্য

Capricorn:পরিবার ও স্বাস্থ্য: পরিবার জীবনে সুখ সমৃদ্ধির উন্নতি ঘটবে। পরিবারের ও পরিজনের আদর ও সমাদর পাওয়ার ভাগ্য জুটবে। পূর্বে পারিবারিক সমস্যা থাকলেও এ বছর ২০২৩ এ মকর রাশির জাতক জাতিকাদের সেই সমস্যা সমাধান হবে।

এবং স্বাস্থ্য ক্ষেত্রে মকর রাশি জাতির জাতিকাদের খুবই ধ্যান রাখতে হবে। নিজের কারণেই স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে। তারপর থেকেই স্বাস্থ্যের উন্নতি হবে এবং বুদ্ধির বিকাশ হবে।

মকর রাশির ব্যক্তি বৈশিষ্ট্য

মকর রাশির ব্যক্তি বৈশিষ্ট্য: রাশি চক্রের মধ্যে দশম রাশি হল মকর রাশি। তাই মকর রাশির মানুষের মধ্যে কর্ম প্রবল ব্যাপার থাকে। তারা প্রচন্ড পরিশ্রম করতে পারে। প্রচন্ডভাবে বুদ্ধিমান ব্যক্তি হন। মকর রাশি মানুষেরা সুন্দরভাবে প্ল্যানিং করতে পারে।

Capricorn in Bengali || ২০২৩ মকর রাশি
Capricorn in Bengali || ২০২৩ মকর রাশি

জীবনে স্ট্রাগেল করতে করতে জীবনের উন্নতি ঘটায়। জীবনে অনেক কর্মক্ষেত্রে তার বাধাও তৈরি হয়। এরা জীবনে প্রকৃতির সাথে মিলিয়ে চলতে পারে। শত বাধা বা প্রতিকূলতা থেকেও এগিয়ে যায়।

Pratidin24ghanta.com

RELATED ARTICLES

Most Popular

close