শুক্রবার, এপ্রিল 19, 2024
HomeNewsDurga Pushpanjali Mantra in Bengali

Durga Pushpanjali Mantra in Bengali

 

Durga Pushpanjali Mantra in Bengali

Durga Pushpanjali Mantra in Bengali: শ্রী শ্রী দুর্গাপুর পুষ্পাঞ্জলী, প্রণাম এবং ধ্যান মন্ত্র সম্পূর্ণ পদ্ধতি। দুর্গা প্রণাম মন্ত্র ও ক্ষমাপ্রার্থনা মন্ত্র সহিত । সেইসঙ্গে আপনাদের বোঝার সুবিধার্থে এই মন্ত্রগুলি উল্লেখ করা হলো। আর সেই সঙ্গে মায়ের পুষ্পাঞ্জলি ঠিক কিভাবে দেওয়া উচিত ।সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো।

মা দুর্গা মন্ত্র

|| বিষ্ণু স্মরণ মন্ত্র ||

নমঃ অপবিত্রঃ পবিত্রো বা সর্বাবস্থাং গতোহপি বা।
যঃ স্মরেৎ পুন্ডরীকাক্ষঃ স বাহ্যাভ্যন্তরঃ শুচিঃ।।

নমঃ সর্বমঙ্গলমঙ্গল্যং বরেণ্যং বরদং শুভম্ |
নারায়ণং নমস্কৃত্য সর্বকর্ম্মাণি কারয়েত্ ||

||গুরুপ্রনাম ||

অখন্ডমন্ডলাকারং ব্যাপ্তংযেন চরাচরম্ |
তত্পদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ ||

পুষ্পা ঞ্জলি

Durga Pushpanjali Mantra in Bengali
Durga Pushpanjali Mantra in Bengali
|| পুষ্পা ঞ্জলি ||

নমঃ আয়ুর্দ্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতি দেহি মে |
পুত্রান্ দেহি ধনং দেহি সর্ব্বান্ কামাশ্চ দেহি মে ||

হর পাপং হর ক্লেশং হর শোকং হরাসুখম্ |
হর রোগং হর ক্ষোভং হর মারীং হরপ্রিয়ে ||

সংগ্রামে বিজয়ং দেহি ধনং দেহি সদা গৃহে |
ধর্ম্মার্থকামসম্পত্তিং দেহি দেবী নমোস্তু তে ||

এষ সচন্দন-পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ
নমঃ দক্ষযঞ্জ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী কোটিপরিবৃতায়ৈ
ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ ||

প্রণাম মন্ত্র

|| প্রণাম মন্ত্র ||

সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বাথসাধিকে |
শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণি নমোস্তু তে ||

জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী |
দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোস্তু তে ||

কালি কালি মহাকালি কালিকে কালরাত্রিকে |
ধম্মকামপ্রদে দেবি নারায়ণি নমোস্তু তে ||

লক্ষ্মি লজ্জে মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টি স্বধে ধ্রুবে |
মহারাত্রি মহামায়ে নারায়ণি নমোস্তু তে ||

কলাকাষ্ঠাদিরূপেণ পরিণামপ্রদায়িনি |
বিশ্বস্যোপরতৌ শক্তে নারায়ণি নমোস্তু তে ||

 

Also Read- Click Here

দেবী দুর্গার পূজা

দেবী দুর্গার পূজা: প্রাচীন প্রথা অনুযায়ী যুগ-যুগ ধরে প্রতিবছর আশ্বিন মাসের শুক্লাবক্ষে দেবী শক্তির আরাধনায় মেতে ওঠেন বহু মানুষ। মহালয়ার দিন থেকেই হয় দেবীপক্ষের সূচনা। পুরান মতে শারদীয় দুর্গাপূজাকে অকালবোধন বলা হয়।

Durga Pushpanjali Mantra in Bengali

Durga Pushpanjali Mantra in Bengali

কালিকাপুরাণ ও বৃহৎ ধর্ম পুরাণ মতে রাম ও রাবণের বিরোধিতার সময় শরৎকালে দেবী দুর্গার পূজা করা হয়েছিল। মা দুর্গা বিপদনাশিনী, সংকটমোচনী এবং সর্ব সিদ্ধিধারিনী এবং বিভিন্ন নামে বিভিন্ন রূপে তাকে উপাসনা করা হয়। তিনি কালি , চন্ডী , লক্ষী।

বিশেষ তাৎপর্য

 বিশেষ তাৎপর্য: শ্রী দুর্গার এই মন্ত্রগুলি জব করলে সাধকের সিদ্ধি লাভ হয়। যে ব্যক্তি মনস্কামনায় এই মন্ত্রগুলো জপ করে তার মনোকামনা অবশ্যই পূরণ হয়।

Durga Pushpanjali Mantra in Bengali
Durga Pushpanjali Mantra in Bengali

মানুষ যখন মহা বিপদের মধ্যে পড়ে তখন এই পুষ্পাঞ্জলী মন্ত্র বা দুর্গার প্রণাম মন্ত্র জপ করলে অবশ্যই দেবী দুর্গা তাকে রক্ষা করবেন। তন্ত্রে মা দুর্গার বিশেষ মহাত্য রয়েছে। কারণ মা দুর্গাকে সাধনা করে সাধক মহাশক্তি অর্জন করেন।

Pratidin24ghanta.com

RELATED ARTICLES

Most Popular

close