শনিবার, সেপ্টেম্বর 14, 2024
HomeNewsHoli 2023 Date in India Calendar

Holi 2023 Date in India Calendar

 

Holi 2023 Date in India Calendar

 

Holi 2023 Date in India Calendar:  ২০২৩ সালে হোলি উৎসবের সময় ও তারিখ ভারতের ক্যালেন্ডার অনুসারে কবে হবে ? এবং দোল পূর্ণিমা সম্পূর্ণ সময়সূচী পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি কতক্ষণ থাকবে। সম্পূর্ণ বিষয় আমরা এই পোষ্টের মাধ্যমে জানবো।

Holi 2023 Date in India Calendar
Holi 2023 Date in India Calendar

হোলি উৎসব সাধারণত ফাল্গুন মাসে হয়ে থাকে । ২০২৩ সালে অর্থাৎ বাংলা মাস অনুসারে ১৪২৯ বঙ্গাব্দের ফাল্গুন মাসের সব থেকে শুভ তিথি হল দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা পড়েছে- 7 MARCH 2023 বাংলায় ২২ শে ফাল্গুন, ১৪২৯ বঙ্গাব্দে মঙ্গলবার।

Holi 2023 Date in India

  • হোলি উৎসব বা দোল পূর্ণিমার তিথি ভারতের ক্যালেন্ডার অনুসারে শুরু হচ্ছে- ৬ মার্চ ২০২৩ সোমবার, দুপুর ০৪ঃ২০ মিনিটে।
  • হোলি উৎসব বাংলা ভারতের ক্যালেন্ডার অনুসারে একুশে ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দে সোমবার শুরু হচ্ছে।
  • তিথি শেষ হচ্ছে- ৭ ই মার্চ ২০২৩ মঙ্গলবার, সন্ধ্যা ০৬ঃ০২ মিনিটে।
  • বাংলা ক্যালেন্ডার সময় অনুসারে দোল বা হোলি উৎসব এর তিথি শেষ হচ্ছে- ২২ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দে সন্ধ্যা ছটা দুই মিনিটে।
  • হোলিকা উৎসব হবে- 6 ই মার্চ ২০২৩ সোমবার, এবং বাংলায় একুশে ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দে।
  • দোল পূর্ণিমার পরের দিন হোলি উৎসব- ৮ই মার্চ ২০২৩ , ২৩শে ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দে বুধবার।

 

২০২৩ সালে ফাল্গুন মাসে অমাবস্যা তিথি

  • অমাবস্যা তিথি – ২০ ফেব্রুয়ারি ২০২৩, ৭ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দে, সোমবার।
  • অমাবস্যা তিথি শুরু- ১৯ শে ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ৩:৪০ মিনিটে।
  • অমাবস্যা তিথি সমাপ্ত হবে- ২০ ফেব্রুয়ারি ২০২৩, দুপুর ১ টা ২৫ মিনিটে।

Also Read- Click Here

Holi 2023

Holi 2023: হোলি উৎসবকে বসন্ত উৎসবও বলা হয়। এই বসন্ত উৎসব হলো বাংলার রঙ্গিন উৎসব। প্রতিবছর বাঙালিরা এই উৎসবে রঙ মেলায় আনন্দ উল্লাসে মেতে উঠে। দোলযাত্রা যেন বসন্তের আহ্বান। এই উৎসবটি যেন বসন্তকে আহ্বান জানিয়ে শীতকে বিদায় দেয়।

Holi 2023 Date in India Calendar

Holi 2023 Date in India Calendar

এই হোলি উৎসবে মানুষ একে অপরকে রঙে রঙিয়ে দিয়ে এক রঙিন পরিবেশ তৈরি করে। এই হোলি উৎসবকে স্বাগত জানাতে প্রকৃতি যেন এক বর্ণালী সাজে সে যে ওঠে। হোলি উৎসব শুধু ভারতে নয় এখন দোল বা হোলি উৎসব সারাদেশে ছড়িয়ে পড়েছে। এবং করাও হচ্ছে।

পূর্ণিমা তিথিতে হোলি উৎসব

পূর্ণিমা তিথিতে হোলি উৎসব: প্রতিবছর বসন্তকালে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে হোলি উৎসব হয়। হোলি উৎসবের আগের দিন সামাজিক রীতি অনুসারে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজিত করা হয়।

হোলির দিন মানুষ তাদের সব কষ্ট ,দুঃখ ,সমস্যা ভুলে উৎসবের আনন্দে মেতে উঠে। হোলি উৎসব ভারতের প্রতি অঞ্চলের প্রতিটি বাড়িতে পালিত হয় তাই একে রং খেলাও বলা হয়। এই দিনে আবিরের রঙ্গে সব যেন রঙ্গিন হয়ে যায়।

জনপ্রিয় উৎসব হোলি

জনপ্রিয় উৎসব হোলি: বিভিন্ন ধর্মস্থান যেমন মথুরা, বৃন্দাবন ,অযোধ্যা ইত্যাদি পবিত্র স্থানগুলিতে দোলযাত্রা সময় প্রচুর মানুষ ঘুরতে আসে । এবং আনন্দের সাথে হোলি খেলে। ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার স্বর্গীয় ভালোবাসার স্মৃতি হিসেবে দিনটি রংপঞ্চমী হিসেবে উদযাপিত হয়।

Holi 2023 Date in India Calendar
Holi 2023 Date in India Calendar

এবং বসন্ত বা হোলি উৎসব শান্তিনিকেতনের একটি অন্যতম জনপ্রিয় উৎসব। দোল পূর্ণিমার দিন শান্তিনিকেতনে নাচ, গান, আবৃত্তি ও নাট্য অভিনয় ইত্যাদি নানারকম অনুষ্ঠানের সাথে হোলি উৎসব পালন করা হয়। এই উৎসবে প্রেম এবং পারস্পরিক মিলনের একটি উৎসব যা একতা ক্রমাগত বৃদ্ধি করে।

Pratidin24ghanta.com

RELATED ARTICLES

Most Popular

close