বুধবার, ডিসেম্বর 4, 2024
HomeNewskali mantra || কালী পূজার গুরুত্বপূর্ণ মন্ত্র

kali mantra || কালী পূজার গুরুত্বপূর্ণ মন্ত্র

 

kali mantra || কালী পূজার গুরুত্বপূর্ণ মন্ত্র

 

kali mantra || কালী পূজার গুরুত্বপূর্ণ মন্ত্র: কালী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র, ধ্যান মন্ত্র, কালী পূজা, প্রণাম মন্ত্র,আচমন মন্ত্র, ও দেহ শুচীর মন্ত্র রয়েছে। কালী পূজার সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ও বিশেষ মন্ত্র এই পোষ্টের মাধ্যমে দেওয়া রইল। যারা কালী পূজা নিয়ে চিন্তিত রয়েছেন অথবা মা কালী দেবীকে সন্তুষ্ট করতে চান তাদের জন্য আর চিন্তা করতে হবে না। কারণ আপনাদের জন্য খুব সহজ সরল বাংলা ভাষায় মন্ত্র নিয়ে এসেছি।

kali mantra || কালী পূজার গুরুত্বপূর্ণ মন্ত্র
kali mantra || কালী পূজার গুরুত্বপূর্ণ মন্ত্র

আচমন মন্ত্র

নমো বিষ্ণুঃ

নমো বিষ্ণুঃ

নমো বিষ্ণুঃ

দেহ শুচীর মন্ত্রঃ

ওঁ অপবিত্র পবিত্রোবা
সর্বাবস্থানগতহ্বপিবা।
যৎ সরেত পুন্ডরিকাক্ষং স
বাহ্যঅভ্যান্তরে শুচি।।১

পাপোহং পাপ কর্মাহং
পাপাত্মা পাপ সম্ভাবান্ ।
ত্রাহি মাং পুন্ডরীকাক্ষং
সর্ব পাপো হরো হরি।।২

কালী পূজা পুষ্পাঞ্জলি মন্ত্র

kali mantra || কালী পূজার গুরুত্বপূর্ণ মন্ত্র

kali mantra || কালী পূজার গুরুত্বপূর্ণ মন্ত্র

নমঃ কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী।
ধর্ম্মকামপ্রদে দেবী নারায়ণী নমোহস্তুতে।
মহিষগ্নি মহামায়ে চামুন্ডে মুন্ডমালিনি।
আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমোহস্তুতে।।
  • এই মন্ত্র দিয়ে তিনবার পুষ্পাঞ্জলি দিবেন।
আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমোহস্ততে ।।
এষ সচন্দন গন্ধপুষ্প বিল্বপত্রাঞ্জলিঃ শ্রীমদ্দক্ষিণাকালিকায়ৈ নমঃ।।
নমঃ সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে।
উমে ব্রহ্মাণি কৌমারি বিশ্বরূপে প্রসীদ মে।
ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নি চ কামদে।
কালকৃৎ কৌশিকী ত্বং হি কাত্যায়নি নমোহস্তুতে।।
এষ সচন্দন গন্ধপুষ্প বিল্বপত্রাঞ্জলিঃ শ্রীমদ্দক্ষিণাকালিকায়ৈ নমঃ।।
  • তিনবার পুষ্পাঞ্জলি দিবেন।
নমঃ প্রচন্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে।
কুলদ্যোতকরে চোগ্রে জয়ং দেহি নমোহস্তুতে।
সৃষ্টিস্থিতিবিনাশনং শক্তিভূতে সনাতনী।
গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমোহস্তুতে।।
এষ সচন্দন গন্ধপুষ্প বিল্বপত্রাঞ্জলিঃ শ্রীমদ্দক্ষিণাকালিকায়ৈ নমঃ।।

কালী প্রণাম মন্ত্র

জয়ন্তী মঙ্গলা কালীভদ্রা কালী
কপালিনীদূগা শিবা সমাধ্যাতীসাহা
সুধা নমস্তুতে।।
নমঃ কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী।
ধর্ম্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমোহস্তুতে।
সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে।
শরণ্যে ত্রম্বকেগৌরি নারায়ণী নমোহস্তুতে।।
ধ্যান মন্ত্র
kali mantra || কালী পূজার গুরুত্বপূর্ণ মন্ত্র
kali mantra || কালী পূজার গুরুত্বপূর্ণ মন্ত্র
ওঁ শবারুঢ়াং মহাভীমাং ঘোরদংস্ট্রাং বরপ্রদাম্।
হাস্যযুক্তাং ত্রিনেত্রাঞ্চ কপালকর্ত্তৃকাকরাম্।।
মুক্তকেশীং লোলজিহ্বাং পিবন্তীং রুধিরং মুহু।
চতুর্ব্বাহু যুতাং দেবীং বরাভয়করাং স্মরেৎ।।
ওঁ করালবদনাং ঘোরাং মুক্তকেশীং চতুর্ভুজাম্ ।
কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালাবিভূষি তাম্।।
সদ্যশ্চিন্নশিরঃ খড়গবামাধোর্দ্ধক রাম্বুজাম্ ।
অভয়ং বরদঞ্চৈব দক্ষিণোদ্ধার্ধপাণিকাম্।।
মহামেঘপ্রভাং শ্যামাং তথা চৈব দিগম্বরীম্ ।
কন্ঠাবসক্তমুন্ডালী-গলদ্রুধিরচর্চিতাম্ ।
কর্নাবতংসতানীতশ বযুগ্মভয়ানকাম্ ।।
ঘোরদ্রংষ্টাং করালস্যাং পীণোন্নতপয়োধরাং।।
শবনাং করসংঘাতৈঃ কৃতকাঞ্চীং হসন্মখীম্ ।।
সৃক্কদ্বয়গলদ্রক্ত-ধারাবিস্ফুরিতাননাম্ ।।
ঘোররাবাং মহারৌদ্রীং শ্মশ্মানালয় বাসিনীম্ ।
বালার্কমণ্ডলাকা রলোচনত্রিয়ান্মি তাম্ ।।
দস্তুরাং দক্ষিণব্যপিমুক্ তালম্বিকচোচ্চয়া ম্ ।
শবরূপমহাদেবহৃদয় োপরি সংস্থিতাম্ ।।
শিবাভির্ঘোররাবা ভিশ্চতুর্দিক্ষু সমন্বিতাম্ ।
মহাকালেন চ সমং বিপরীতরতাতুরাম ।।
সুখপ্রসন্নবদনাং স্মেরানন সরোরুহাম্ ।
এবং সঞ্চিন্তেয়ৎ কালীং সর্বকাম- সমৃদ্ধিদাম্ ।।
Tarapith West Bengal- Click Here
কালী পূজার নির্দিষ্ট দিন ও তারিখ
উৎসবের নাম উৎসবের দিন উৎসবের তারিখ
কালীপূজা সোমবার ২৪ অক্টোবর ,২০২২ ,

৬ ই কার্তিক ১৪২৯ বঙ্গাব্দে,

উৎসবের নাম উৎসবের দিন উৎসবের তারিখ
কালীপূজা সোমবার ১৩ নভেম্বর ২০২৩

বাংলা , ২৬শে কার্তিক ১৪৩০ বঙ্গাব্দে।

 

Pratidin24ghanta

RELATED ARTICLES

Most Popular

close