শুক্রবার, ডিসেম্বর 13, 2024
HomeNewskrishok bondhu prokolpo || কৃষক বন্ধু প্রকল্প 2022

krishok bondhu prokolpo || কৃষক বন্ধু প্রকল্প 2022

krishok bondhu prokolpo || কৃষক বন্ধু প্রকল্প 2022

 

কৃষক বন্ধু প্রকল্প 2022ঃ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষি বিভাগ(Department of Agriculture) দ্বারা কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পে প্রায় ৮০ লক্ষ কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা উপভোগ করছে।এই প্রকল্পে কৃষকদের জন্য রাজ্য সরকার কি পদক্ষেপ নিতে চলেছে আর এই প্রকল্পে কারা অংশীদারী হবেন ?

কিভাবে প্রকল্পটিতে আবেদন করতে পারেন ? যদি আপনি অনলাইনে আবেদন করে থাকেন তাহলে কিভাবে কৃষক বন্ধু প্রকল্পটির সুবিধা নিতে পারেন।সব আমরা এই পোস্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই প্রকল্পটির বিষয় বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনারা এই পোষ্টের সম্পূর্ণ অংশটি পড়তে পারেন।

 

Krishak Bandhu Scheme Benefit

 

Krishak Bandhu Scheme Benefit:  এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষি বিভাগ (Department of Agriculture, State Government of West Bengal)দ্বারা ২০১৯ জানুয়ারি মাসে ‘কৃষক বন্ধু’ প্রকল্পটি চালু করানো হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পটিতে রাজ্যের সমস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য রাজ্য সরকারের একটি বিশেষ পদক্ষেপ।

krishok bondhu prokolpo || কৃষক বন্ধু প্রকল্প 2022
krishok bondhu prokolpo || কৃষক বন্ধু প্রকল্প 2022

কৃষক বন্ধু প্রকল্পটিতে কিছু সুবিধা রয়েছে। যেমন একজন কৃষক যদি অকাল মৃত্যু হয় তার পরিবারকে এই প্রকল্পের মাধ্যমে (Financial assistance) প্রদান করা হবে। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী(Chief Minister) কৃষক বন্ধু প্রকল্পটির দিকে নজর রেখে আরো একটি সুবিধার ঘোষণা করেন ।

সেটি হল কোন কৃষক ১৮ থেকে ৬০ বছরের মধ্যে যদি মারা যান ।সেই কৃষকের পরিবারকে রাজ্য সরকার কৃষি বিভাগকে অন্তর্গত কিছু টাকা প্রদান করা হবে। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জমি নির্ধারণ করে কৃষকদের ব্যাংক একাউন্টে(bank account) টাকা দেওয়া হবে ।

এই প্রকল্পটিতে কৃষকরা বছরের কিস্তি অনুসারে ৫ হাজার টাকা থেকে ১০০০০ টাকা পর্যন্ত পেয়ে থাকে। এই প্রকল্পটির লক্ষ্য হলো যেটা রাজ্য সরকারের সূত্র অনুসারে জানা যায় ।জমিতে সার কীটনাশক ও বীজ ইত্যাদি উর্বর দ্রব্য ফসল ফেলানোর জন্য লাফ দায়ক সেইসব দ্রব্যের মূল্য বৃদ্ধি জন্য এই প্রকল্পটি কৃষকদের সহায়তা করবে।

 

Our Other Website- QnA Update

কৃষক বন্ধু প্রকল্পের আবেদন তথ্য

 

• কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করতে গেলে বিশেষভাবে কি নথি পত্র প্রয়োজন সেটা আমরা বিস্তারিত উল্লেখ করে দিব।

  1. Aadhar Card( আধার কার্ড)
  2. Voter Card( ভোটের কার্ড)
  3. Pan Card( প্যান কার্ড)
  4. Krishak Bandhu Card( কৃষক বন্ধু কার্ড)
  5. Self Declaration ( স্ব ঘোষণা পত্র)
  6. ROR Attested Copy( জমির দলিল তথা খতিয়ান)
  7. 4 copy Photos( চারটে পাঁচ ফুট ছবি)

krishok bondhu prokolpo || কৃষক বন্ধু প্রকল্প আবেদন

 

krishok bondhu prokolpo

krishok bondhu prokolpo

কৃষক বন্ধু প্রকল্প আবেদন: কৃষক বন্ধু প্রকল্পটির সুবিধা কিভাবে নিতে পারেন সেটাও সহজ-সরলভাবে এই পোস্টে বুঝিয়ে দেওয়া হবে ।এই প্রকল্পটির আবেদন যারা এখনো পর্যন্ত করেননি তাহলে তারা এই পোস্টটি অবশ্যই পড়তে পারেন ।কৃষক বন্ধু প্রকল্পটির আবেদন প্রক্রিয়া আপনি অনলাইন বা অফলাইনের মাধ্যমে করতে পারেন যেমন-

  • এই প্রকল্পের জন্য কৃষক বন্ধু ফরম ডাউনলোড করতে পারেন অনলাইনের মাধ্যমে।
  • কৃষক বন্ধু প্রকল্পটি বর্তমানে রাজ্য সরকারের নির্দেশে দুয়ারে সরকার ক্যাম্পে(Duare government camp) এই ফর্মটি সংগ্রহ করে, নাম , ঠিকানা ,ভোটার আইডি কার্ড ,আধার কার্ড এবং মোট জমির আয়তন ,জমির খতিয়ান , রেকর্ড ইত্যাদি ফর্মটির সাথে সঠিকভাবে জমা করে দিতে পারেন দুয়ারের সরকারের ক্যাম্পে।
  • এরপর আপনারা সমস্ত ব্যক্তিগত তথ্য অথবা জমির কিছু ডকুমেন্টস ইত্যাদি জেরক্স করে নিজের ব্লকে (BDO Office) গিয়েও জমা করে আসতে পারেন।
  • বর্তমান সময়ে কৃষক বন্ধু প্রকল্পটির আবেদন অনলাইনে মাধ্যমে করা হয়।

 

Krishak Bandhu Scheme Link

 

Krishak Bandhu Scheme Link:  কৃষক বন্ধু প্রকল্পটির সুবিধা নেওয়ার জন্য যখন আপনারা সমস্ত ব্যক্তিগত নথিপত্র জমা করবেন । তারপর আপনাদের নথিপত্র রাজ্য সরকারের কৃষি বিভাগ গ্রহণ করেছে কিনা তা যাচাই করার জন্য প্রথমে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে হবে। সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিংক(Official Website Link) নিচে দেওয়া হল।

krishok bondhu prokolpo
krishok bondhu prokolpo

 

Krishakbandhu.net

 

krishok bondhu prokolpo || Krishak Bandhu Scheme Help Line Number

 

কৃষক বন্ধু প্রকল্পটির ফরম ফিলাপ করে দুয়ারে সরকার ক্যাম্পে বা ব্লকে জমা দেওয়ার পরেও যদি আপনার একাউন্টে টাকা না ঢুকে, তাহলে নিচে দেওয়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষি বিভাগ এর হেল্প লাইন নাম্বার এ যোগাযোগ করতে পারেন।
Krishak Bandhu Scheme Helpline no- 8597974989 অথবা 6291720406।

 

Thank you so much for giving us your valuable time.

Pratidin24ghanta

 

 

 

 

 

 

RELATED ARTICLES

Most Popular

close