laxmi puja paddhati in bengali || শ্রীশ্রী লক্ষ্মী দেবীর পূজা পদ্ধতি মন্ত্র
laxmi puja paddhati in bengali || শ্রীশ্রী লক্ষ্মী দেবীর পূজা পদ্ধতি মন্ত্র: শ্রী শ্রী লক্ষ্মী দেবী পূজা পদ্ধতি মন্ত্র কিভাবে পুরোহিত ছাড়া করবেন । প্রতি বৃহস্পতিবার বাঙালির ঘরে বা পুজোর দিনে যে দেবী লক্ষ্মীর আরাধনা করা হয় তার সরল বিধি সম্পর্কে জানবো এবং সেই সঙ্গে মা লক্ষ্মীর পূজোয় যা কিছু পদ্ধতি রয়েছে সেই বিষয়েও আলোচনা করা হবে।
শ্রী লক্ষ্মী পূজা তাৎপর্য
শ্রী লক্ষ্মী পূজা তাৎপর্য: সাধারণত ভাবে প্রতি বৃহস্পতিবার বাঙ্গালীদের ঘরে ঘরে দেবীর লক্ষ্মীর আরাধনা করা হয়। মা লক্ষ্মী সল্পতেই তুষ্ট। তাই তার পুজোয় বিশেষ কোনো। কঠিন পদ্ধতি নেই। ভক্তিপূর্বক ও শ্রদ্ধা পূর্ব কিছু নিয়ম মেনে চললেই লক্ষ্মীপূজো সম্পূর্ণভাবে সফল হবে।
মা লক্ষ্মী পূজা , শুধুমাত্র ব্রাহ্মণ বা পুরোহিতের মাধ্যমে হয় না এই পুজো যে কেউ নিষ্ঠা ভাবে করতে পারে। পূজার সাথে কিছু মন্ত্র রয়েছে যা পাঠ করলে মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে যান। আর ভক্তের উপর মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি বজায় থাকে। তাই লক্ষ্মী পূজার বিশেষ মন্ত্র গুলি দেওয়া হলো।
Also Read- Click Here
শ্রীশ্রী লক্ষ্মী দেবীর পূজা পদ্ধতি মন্ত্র
|| শ্রী লক্ষ্মীর ধ্যান মন্ত্র || ওঁ পাশাক্ষমালিকাম্ভোজ সৃণিভির্যাম্য সৌম্যয়োঃ। পদ্মাসনাস্থাং ধায়েচ্চ শ্রীয়ং ত্রৈলোক্য মাতরং। গৌরবর্ণাং স্বরূপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম্, রৌক্নোপদ্মব্যগ্রকরাং বরদাং দক্ষিণেন তু। নমস্তে সর্বদেবানাং বরডা বরদাসি হরিপ্রিয়ে। যা গতিস্তং প্রোপন্নানাং সা মে ভূয়াত্ত্বদর্চবাং। || শ্রী শ্রী লক্ষ্মীর প্রণাম মন্ত্র || ওঁ বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে। সর্বতঃ পাহি মাং দেবী মহালক্ষ্মী।
শ্রী শ্রী লক্ষ্মীর স্তোত্র মন্ত্র
|| শ্রী শ্রী লক্ষ্মীর স্তোত্র || লক্ষ্মীস্তং সর্বদেবানাং যথাসম্ভব নিত্যশঃ। স্থিরাভাব তথা দেবী মম জন্মনি জন্মনি।। বন্দে বিষ্ণু প্রিয়াং দেবী দারিদ্র্য দুঃখনাশিনী। ক্ষীরোদ সম্ভবাং দেবীং বিষ্ণুবক্ষ বিলাসিনীঃ। || শ্রী শ্রী লক্ষ্মীর স্তোত্রম্ মন্ত্র || ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে। যথাস্তং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ি স্থিরা।। ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতি হরিপ্রিয়া। পদ্মা পদ্মালয়া সম্পদ সৃষ্টি শ্রীপদ্মধারিণী।। স্থিরা লক্ষ্মীর্ভবেৎ তস্য পুত্রদারারদিভিংসহ।। || ওঁ শ্রীং মহালক্ষ্মী নমঃ||
laxmi puja paddhati
laxmi puja paddhati: দেবী লক্ষ্মী বলেন চঞ্চলমতি তাই পুজোর আগে মায়ের মূর্তিটি যেন বসা অবস্থায় থাকে। অর্থাৎ দেবীর মূর্তি বা চিত্রটিতে যেন দেবী দাঁড়ানো অবস্থায় না থাকে। প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মী পূজা করার সময় ঘর পাল্টানো অতি আবশ্যক রয়েছে।
আগের বৃহস্পতিবারের ঘট পাল্টে নতুন করে ঘর বসাতে হবে। আর ওই ঘটেই স্বয়ং মা লক্ষী বিরাজমান হয়ে গৃহ লক্ষী রূপে আমাদের গৃহে প্রতিষ্ঠান করেন। তাই অন্য বা দানা জাতীয় কোন কিছু গ্রহণ করার পূর্বে সকালের স্নান করে শুদ্ধ বস্ত্রে পরে পুজোয় বসতে হবে।
Pratidin24ghanta.com