মঙ্গলবার, সেপ্টেম্বর 17, 2024
HomeNewsPMMS Scholarship নিয়ে আসলেন PM মোদী ।

PMMS Scholarship নিয়ে আসলেন PM মোদী ।

ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে নতুন PMMS Scholarship।

ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে নতুন PMMS Scholarship: ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে নতুন PMMS Scholarship : ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে নতুন PMMS Scholarship নিয়ে এসেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

প্রধানমন্ত্রী দেশের গরীব এবং দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের সাহায্য করার জন্য ভিন্ন- ভিন্ন প্রকল্পের বা স্কলারশিপের ব্যবস্থা করেছেন। কিভাবে আবেদন করবেন তা আমরা বিস্তারিত জানাবো এই সংবাদের মাধ্যমে তাই এই সংবাদটি কে SKIP না করে আগে বিস্তারিত পড়ুন ।

কেন্দ্র সরকারের এই স্কলারশিপে পেতে পারেন প্রতিমাসে 3000 টাকা করে ।এই অনুদান টি কেবলমাত্র গ্রামের বা শহরের গরিব ছাত্র-ছাত্রীদের জন্যই। যারা এখনো পর্যন্ত শিক্ষা থেকে বঞ্চিত আছে এবং অর্থের অভাবে এগোতে পারে না ।

তাদের সাফল্যের কথা চিন্তা করে PMMS Scholarship এর ব্যবস্থা করেছেন।এই স্কলারশিপ দেওয়া হবে প্রতিবছর এরকম ভাবেই আলাদা আলাদা স্কলারশিপের ব্যবস্থাশুরু করেছে ।

বছরে অন্তত 6 থেকে 7 হাজার দরিদ্র এবং গরীব ছাত্র-ছাত্রীরা এই PMMS Scholarship এর সুবিধা পেয়ে থাকেন । যদি এখনও পর্যন্ত এই স্কলারশিপ অনলাইনে আবেদন না করে থাকেন তাহলে এক্ষুনি ONLINE গিয়ে আবেদন করতে পারেন ।

যারা এখনো পর্যন্ত শিক্ষা থেকে বঞ্চিত আছে এবং অর্থের অভাবে এগোতে পারে না তাদের সাফল্যের কথা চিন্তা করে PMMS Scholarship এর ব্যবস্থা করেছেন।

3000 টাকা পেতে পারেন PMMS Scholarship এ

 

 

3000 টাকা পেতে পারেন PMSS Scholarship এ : PMSS Scholarship- এ 3000 টাকা প্রতিমাসে পেতে পারেন ।প্রতি বছরের তুলনায় এ বছরও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরো একটি স্কলারশিপের ব্যবস্থা করেছেন সেটি হল Modi Scholarship2022 ।

এই স্কলারশিপে আবেদন করলেই একাউন্টে 3000 টাকা করে প্রতিমাসে ।অর্থাৎ বছরে 36000 টাকা করে প্রতিবছর Account – এ ।এই Scheme কেবলমাত্র দেশের দরিদ্র মেধাবী পড়ুয়াদের সাহায্যের জন্যই এই স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে।

PMMS Scholarship এর নিয়ম

PMSS Scholarship এর নিয়ম: PMSS Scholarship এর নিয়ম সম্বন্ধে আমরা বিস্তারিত বলবো আগামী 30/12 \2022 পর্যন্ত এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চলবে।

কিন্তু আবেদনের অন্তিম তিথি এখনো পর্যন্ত প্রাপ্ত হয়নি। তাই যে সমস্ত ছাত্র ছাত্রীরা এই সুবিধা সুবিধাটি  নিতে চান তাহলে এক্ষুনি অনলাইনে আবেদন করুন ।

Modi Scholarship এর সুবিধাভোগী

Modi Scholarship এর সুবিধাভোগী: Modi Scholarship এর মাধ্যমে ডাক্তারি ,ফার্মেসি, ইঞ্জিনিয়ারিং, এমবিএ, বিএস সি ,এমএস সি ,ডেন্টাল ইত্যাদি শিক্ষা গ্রহণের জন্য কেন্দ্র সরকারের একটা আর্থিক সহযোগিতা পাওয়া যায়।

এই স্কলারশিপের সুবিধাভোগী উপভোক্তা হলে সাধারণত B.A পাস হলেই চলবে।এই যোজনায় কেন্দ্র সরকারের ঘোষণা যে সকল ছাত্র-ছাত্রী বিএ পাস করেছে এবং আগে আরো শিক্ষা গ্রহণ করার ইচ্ছুক তাদেরই জন্য এরকম স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে ।

এই স্কলারশিপের সুবিধা নিতে গেলে কমসে -কম গ্রেজুয়েশন পাস জরুরী বলে মনে করেছেন কেন্দ্রীয় স্কলার্শিপ মন্ত্রণালয় ।গ্রেজুয়েশন এর নিচে যারা শিক্ষা অর্জন করছে তাদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে কেন্দ্র সরকারের মাধ্যম থেকে আমরা এটাও জানতে পারি ।

এই স্কলার্শিপ প্রকল্পটি আরো উন্নত করা হবে আর যারা এখনো পর্যন্ত এই স্কলার্শিপ থেকে বঞ্চিত আছে তারা যথাসম্ভব তাড়াতাড়ি আবেদন করতে পারে। এ বছরে আগামী 30/ 12/ 2022 পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে ।তাই সমস্ত নথিপত্র ঠিক-ঠাকভাবে জমা দিয়ে এই আবেদনটি করে ফেলুন ।

PMSS Scholarship আবেদন তথ্য

PMSS Scholarship আবেদন তথ্য:PMSS Scholarship আবেদন তথ্য আমরা বিস্তারিত |

মোদি সরকারের এই স্কলারশিপ বিষয়ে জানতে গেলে উপরে দেওয়া লিঙ্কগুলিতে প্রবেশ করলেই সম্পন্ন পরিষ্কারভাবে বোঝা যাবে।

PMSS স্কলার্শিপ বিস্তারিত তথ্য জানার জন্য প্রধানমন্ত্রী স্কলারশিপ ওয়েবসাইটে যেতে হবে Website গিয়ে PMSSঅপশনে ক্লিক করলেই একটি নতুন অ্যাপ্লিকেশন খুলে যাবে ।সেই অ্যাপ্লিকেশনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন।

OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO PMMS Scholarship

আবেদন শুরু করার আগে Website প্রথমের পেজের স্কলারশিপের নির্দেশ দেওয়া আছে ।সেটি সম্পূর্ণভাবে বুঝে পড়বেন এবং স্কলারশিপের জন্য যে যে তথ্য চেয়েছেন সেই তথ্যগুলো সঠিক ভাবে জমা দিলে অবশ্যই এই স্কলারশিপের টাকা পেয়ে যাবেন।

PMSS Scholarship এর সুবিধা নিতে গেলে শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র

গ্র্যাজুয়েশনের মার্কশিট /বার্ড ডিপ্লোমার মার্কশিট

শারীরিকভাবে প্রতিবন্ধী সার্টিফিকেট থাকলেCertificate

এবং সংশ্লিষ্ট কর্মীর মৃত্যু হলে তার ডেট সার্টিফিকেট তথা বীরত্ব পুরস্কার জয়ী দের ক্ষেত্রে এচিভমেন্ট সার্টিফিকেট
ক্যাটাগরি সার্টিফিকেট
আধার কার্ড
ভোটার কার্ড/INCOME CERTIFICATE

 

PMMS Scholarship

"use strict"; var adace_load_66e9a23179688 = function(){ var viewport = $(window).width(); var tabletStart = 601; var landscapeStart = 801; var tabletEnd = 961; var content = '%09%3Cdiv%20class%3D%22adace_ad_66e9a23179664%22%3E%0A%0A%09%09%0A%09%09%09%0A%09%09%09%3Cscript%20async%20src%3D%22https%3A%2F%2Fpagead2.googlesyndication.com%2Fpagead%2Fjs%2Fadsbygoogle.js%3Fclient%3Dca-pub-8565614161253153%22%0D%0A%20%20%20%20%20crossorigin%3D%22anonymous%22%3E%3C%2Fscript%3E%0D%0A%3Cins%20class%3D%22adsbygoogle%22%0D%0A%20%20%20%20%20style%3D%22display%3Ablock%22%0D%0A%20%20%20%20%20data-ad-format%3D%22fluid%22%0D%0A%20%20%20%20%20data-ad-layout-key%3D%22-gw-3%2B1f-3d%2B2z%22%0D%0A%20%20%20%20%20data-ad-client%3D%22ca-pub-8565614161253153%22%0D%0A%20%20%20%20%20data-ad-slot%3D%228948425305%22%3E%3C%2Fins%3E%0D%0A%3Cscript%3E%0D%0A%20%20%20%20%20%28adsbygoogle%20%3D%20window.adsbygoogle%20%7C%7C%20%5B%5D%29.push%28%7B%7D%29%3B%0D%0A%3C%2Fscript%3E%0A%09%09%09%3C%2Fdiv%3E%0A%09'; var unpack = true; if(viewport=tabletStart && viewport=landscapeStart && viewport=tabletStart && viewport=tabletEnd){ if ($wrapper.hasClass('.adace-hide-on-desktop')){ $wrapper.remove(); } } if(unpack) { $self.replaceWith(decodeURIComponent(content)); } } if($wrapper.css('visibility') === 'visible' ) { adace_load_66e9a23179688(); } else { //fire when visible. var refreshIntervalId = setInterval(function(){ if($wrapper.css('visibility') === 'visible' ) { adace_load_66e9a23179688(); clearInterval(refreshIntervalId); } }, 999); }

})(jQuery);

 

সাধারণত ভাবে যদি আমরা দেখি এই স্কলারশিপের যারা সেন্ট্রাল সিকিউরিটি এয়ার ফোর্স পুলিশ এক্স আর্মি সদস্যের পড়ুয়ারা এই স্কলারশিপের সুযোগ পেয়ে থাকেন ।

কারণ এই সমস্ত সদস্যরা তাদের ছাত্র-ছাত্রীদের উপর আর্থিক না বজায় রাখার জন্য এই স্কলারশিপের ব্যবস্থা করেছেন। 2022-23 শিক্ষাবর্ষের ছাত্র বৃত্তি শুরু হয়েছে।

আমরা প্রতিদিন এই ধরনের বিস্তারিত খবর তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন Pratidin24ghanta পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ।

 

 

 Thank you Pratidin 24 Ghanta.

RELATED ARTICLES

Most Popular

close