শনিবার, জুলাই 27, 2024
HomeNewsShilpasathi || শিল্পসাথী প্রকল্প আবেদন

Shilpasathi || শিল্পসাথী প্রকল্প আবেদন

 

Shilpasathi || শিল্পসাথী প্রকল্প আবেদন

 

Shilpasathi || শিল্পসাথী প্রকল্প আবেদন:  পশ্চিমবঙ্গ সরকারের শিল্পসাথী প্রকল্প আবেদন পদ্ধতি । শিল্প সাথী প্রকল্প কি ? শিল্পসাথী প্রকল্পের উদ্দেশ্য কি? শিল্পসাথী প্রকল্প আবেদন ইত্যাদি সমস্ত বিষয় আমরা এই পোষ্টের মাধ্যমে আলোচনা করব । আর যারা এখনো পর্যন্ত শিল্প-সাথী প্রকল্পে আবেদন করেননি তারা শিল্প-সাথী প্রকল্পের আবেদন যত তাড়াতাড়ি সম্ভব করবেন।

শিল্প সাথী প্রকল্প কি ?

শিল্প সাথী প্রকল্প: শিল্পসাথী প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের Department of Industry Commerce and Enterprises এবং Department of MSME & Textiles অন্তর্গত । বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শিল্পসাথী প্রকল্পটির চালু করার সিদ্ধান্ত নেন । রাজ্যে শিল্প গড়ে তুলতে সিঙ্গেল উইন্ডোজ সিস্টেম চালু করেন ।

Shilpasathi || শিল্পসাথী প্রকল্প আবেদন
Shilpasathi || শিল্পসাথী প্রকল্প আবেদন

তার এই সিস্টেমের ভিত্তিতে এই প্রকল্পটির নাম দেওয়া হয় শিল্পসাথী প্রকল্প। অনেক ক্ষেত্রে রাজ্যে দেখা যায় নতুন কোন শিল্পের বিকাশ হলে বা নতুন শিল্প গড়ে উঠলে অনেক সমস্যা দেখা দেয় । সেই সমস্যা গুলির সমাধানের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এই প্রকল্পটি শুরু করেন।

শিল্প সাথী প্রকল্পের উদ্দেশ্য

শিল্প সাথী প্রকল্পের উদ্দেশ্য : শিল্প সাথী প্রকল্পের উদ্দেশ্য হলো শিল্প স্থাপনের বিনিয়োগকারীদের সহায়তা করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার শিল্পসাথী প্রকল্প চালু করেছেন। যেখানে একজন বিনিয়োগকারী WBIDC এর একক উইন্ডো সেলে একটি সাধারণ আবেদনপত্র জমা দিতে পারেন।

এটি ব্যবসায়িকদের রাজ্যে একটি ব্যবসা প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য প্রয়োজনীয় পরিষেবা গুলি পেতে সুবিধা দেওয়া হয়। এছাড়াও রাজ্যের প্রতিটি জেলায় IFC শিল্প সাথীর কাছ থেকে সাহায্য চাওয়া বিনিয়োগকারীদের হাতে কলমে সহায়তা প্রদান করে।

Also Read- Click Here

শিল্পসাথী প্রকল্প আবেদন

শিল্পসাথী প্রকল্প আবেদন: শিল্পর সাথে সুবিধাগুলি প্রথম ধাপে- যে সমস্ত বিনিয়োগকারী যারা কলকাতা , হাওড়া ,হুগলি ,দক্ষিণ ,চব্বিশ পরগনা ,উত্তর 24 পরগনা এই সমস্ত জায়গায় মাঝারি বা বড় শিল্প স্থাপন করতে চায় ।

Shilpasathi || শিল্পসাথী প্রকল্প আবেদন

Shilpasathi || শিল্পসাথী প্রকল্প আবেদন

তাদেরকে এই ক্ষেত্রে তাদেরকে একটা সাধারণ আবেদন পত্র ,যেটা CAF -এর মাধ্যমে আবেদন করতে হবে । এই আবেদন করে তাদেরকে পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন কর্পোরেশন লিমিটেড এর বিভাগে গিয়ে একক জানালা সেলে গিয়ে যোগাযোগ করতে হবে।

আবেদনপত্র জমা

আবেদনপত্র জমা: দ্বিতীয় ধাপে যারা আবেদনপত্র জমা দিয়েছে তাদেরকে 2GB পোর্টালে অনলাইন আবেদন ট্রাকিং সিস্টেমে সেটা পাওয়া যাবে। তৃতীয় ধাপে রাজ্যের শিল্প সাথির EBIZ ভারত সরকারের ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড পলিসি বিভাগ এবং বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসা হবে ।

যার লক্ষ্য হলো সমস্ত কেন্দ্র আর রাজ্য সরকারের শিল্প বিভাগের জন্য তাদেরকে এক জায়গায় নিয়ে আসা।

শিল্প সাথী প্রকল্পের যোগ্যতা

শিল্প সাথী প্রকল্পের যোগ্যতা: শিল্প সাথী প্রকল্পের আবেদনযোগ্যতা অনুসারে যে ব্যক্তি শিল্প-সাথী প্রকল্প আবেদন করতে চান তাদেরকে পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে।

Shilpasathi || শিল্পসাথী প্রকল্প আবেদন
Shilpasathi || শিল্পসাথী প্রকল্প আবেদন

সেই সাথে তার বয়স কমসে কম ১৮ বছর থেকে 50 বছরের মধ্যে হতে হবে । এবং আবেদনকারীকে ভারতবর্ষের যেকোনো স্বীকৃতি বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস এর প্রমাণপত্র লাগবে।

Pratidin24ghanta.

RELATED ARTICLES

Most Popular

close