WB Vande bharat Update 2023 || Asansol এর উপর দিয়ে শীঘ্রই যেতে চলেছে হাই স্পিড ট্রেন
WB Vande bharat Update 2023 || Asansol এর উপর দিয়ে শীঘ্রই যেতে চলেছে হাই স্পিড ট্রেন: সম্প্রতি কিছুদিন আগেই নিউজলপাইগুড়ি থেকে হাওড়া বন্দে ভারত ট্রেন চালু হয়েছে। আবার শীঘ্রই দুটি বন্দে ভারত ট্রেন চালু হতে চলেছে। এই বন্দে ভারত ট্রেনটি খুব শীঘ্রই পশ্চিমবঙ্গের উপর দিয়ে চলতে শুরু করবে ।এই ট্রেনগুলি পশ্চিমবঙ্গের আসানসোলের উপর দিয়ে চলব।।
রেলওয়ের দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, এই দুটি ট্রেন হাওড়া পাটনা ও আরেকটি বন্দে ভারত হাওড়া থেকে বেনারসি পর্যন্ত চলবে। সূত্রে অনুসারে জানা যায়, আগামী এপ্রিল মাসের মধ্যে এই দুটি বন্দে ভারত চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দুটি দ্রুতগামী ট্রেনের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছে পশ্চিমবঙ্গের বহু মানুষ । শ
WB Vande bharat Update 2023 || আরও দুটির সম্ভাবনা
WB Vande bharat Update 2023 || আরও দুটির সম্ভাবনাঃ অপরদিকে শোনা যায় হাওড়া রাচি ও কুড়ি এর মধ্যে বন্দে ভারত ট্রেন শুরু হতে পারে পরবর্তীতে। যদি এরকম হয় তাহলে পশ্চিমবঙ্গে আরো চারটি বন্দে ভারত সেমি হাই এসপি ট্রেন চলা শুরু হয়ে যাবে। সম্প্রতি পশ্চিমবঙ্গে একটি বন্দি ভারত ট্রেন চালু হয়েছে যেটি হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত চলে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত সপ্তাহে ছয় দিন এই বন্দে ভারত ট্রেনটি চলে। বুধবারে এই ট্রেনটি সপ্তাহের একদিন বন্ধ থাকে।
WB Vande bharat Update 2023 || চলার সময়সূচি
WB Vande bharat Update 2023 || চলার সময়সূচিঃ বন্দে ভারতের সময়সূচী এটি হাওড়াভ থেকে সকাল ৫ঃ৫৫ মিনিতটে ছাড়ে , ও ১ঃ ২৫ মিনিটের নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছায়। আবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বিকাল ৩ঃ০৫ মিনিটে ছাড়ে ও হাওড়ায় ১০:৩৫ মিনিটে পৌঁছায়।
বন্দে ভারত এক্সপ্রেসের হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি আসতে মোট সময় লাগে ৭ ঘন্টা ৩০ মিনিট। এই ট্রেনটা বর্তমানে নিউ জলপাইগুড়ি থেকে বর্ধমান হয়ে হাওড়া ঢুকে। সম্প্রতি ট্রেনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হাওড়া থেকে সবুজ ঝাণ্ডা দেখিয়ে চালু করেন । এই ট্রেনটি সম্পর্কে আমাদের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন,” এটা বর্তমান ভারতের একটি অসাধারণ ট্রেন যা অনেক কম সময়ে আমাদেরকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দেয়।
এই ট্রেনটি খুব অল্প সময়ে স্পিড বাড়াতে পারে, উল্লেখ্য আছে ৫২ সেকেন্ডে এই ট্রেনটি ১০০ কিলোমিটার গতিবেগ ধরতে পারে। এই ট্রেনটি দুনিয়ার দ্বিতীয় নাম্বার ট্রেন যার ১০০ কিলোমিটার স্পিড ধরতে ৫৪ থেকে ৫৬ মিনিট সময় লাগে। এই ট্রেনটি বুলেট ট্রেন না হলেও গঠনের দিক থেকে এই ট্রেনটি বুলেট ট্রেনে থেকে কম নয়।
প্রতিদিন 24 ঘণ্টার অন্যান্য খবর গুলোর জন্য Chick Here