শুক্রবার, অক্টোবর 11, 2024
HomeNewsAbedon Potro Bangla

Abedon Potro Bangla

 

Abedon Potro Bangla

Abedon Potro Bangla
Abedon Potro Bangla

Abedon Potro Bangla 

প্রতি,

মাননীয় প্রধান শিক্ষক মহাশয়

বিদ্যালয়ের নাম…..

বিদ্যালয়ের ঠিকানা….

তারিখ……

বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন পত্র।

মহাশয়,

সবিনয় বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র মহাশয় আমার নাম …..(       নিজের নাম) এবং আমার রোল নং…..( নিজের রোল নাম্বার) মহাশয় আমি বিগত ……….. তারিখ থেকে —পর্যন্ত শারীরিক অসুস্থতার কারণে বিদ্যালয়ে আসতে পারিনি তাই আপনার কাছে নিকট আমার বিনীত         প্রার্থনা যে আপনি আমার উক্ত অনুপস্থিতির দিনগুলি ছুটি হিসাবে গ্রহণ করবেন।

অতএব, মহাশয়ের নিকট আমার অনুরোধ যে আপনি আমার আবেদন গ্রহণ করে সাহায্য করবেন।

ইতি আপনার শিষ্য

নাম-

শ্রেণী-

রোল নং-

 

ট্রান্সফার সার্টিফিকেটের জন্য আবেদন পত্র

Abedon Potro Bangla

Abedon Potro Bangla

মাননীয় প্রধান শিক্ষক মহাশয়,

বিদ্যালয়ের নাম…..

বিদ্যালয়ের ঠিকানা….

তারিখ……

বিষয়ঃ ট্রান্সফার সার্টিফিকেটের জন্য আবেদন পত্র।

মহাশয়,

আমি রাজ্য সরকারের একজন কর্মচারী। সম্প্রতি আমি (নিজের জায়গার নাম) থেকে ( জায়গার নাম) বদলি হয়েছি।

আমি ইতিমধ্যে আমার পরিবারকে (জায়গা নাম) থেকে (জায়গার নাম) স্থানান্তরিত করেছি। আমার ছেলে আপনার স্কুলের নবম শ্রেণীর ছাত্র। তাকেও আমাদের সাথে থাকতে হবে।

অতএব মহাশয়, অনুগ্রহ করে আমার ছেলের জন্য একটি ট্রান্সফার সার্টিফিকেট পাঠিয়ে দেবার কৃপা করবেন যাতে আমি অন্য কোনও স্কুলে ভর্তি করতে পারি। আমি আপনার কাছে চির কৃতজ্ঞ থাকব।

ধন্যবাদ,

দিনাংক-

বিনীত

আবেদনকারীর নাম

Also Read- Click Here

আবাস যোজনা বাড়ি পাওয়ার জন্য বিডিওকে আবেদন

 

Abedon Potro Bangla
Abedon Potro Bangla

প্রতি,

মাননীয় সমষ্টি উন্নয়ন অধিকারী,

( ব্লকের নাম)সমষ্টি উন্নয়ন ব্লক,

জেলার নাম।

 

বিষয়ঃ আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য আবেদন পত্র।

মহাশয়,

বিনীত নিবেদন এই যে, আমি —– (নিজের নাম) পিতা—– (পিতার নাম), আপনার ব্লকের অন্তর্গত —- গ্রাম পঞ্চায়েতের — গ্রামের একজন স্থায়ী বাসিন্দা। আমার মাটির বাড়িটি বর্তমানে ভালো অবস্থায় নেই। বর্ষাকালে বৃষ্টির জলে বাড়ির ভিতর জল প্রবেশ করে এবং কাদা হয়ে যায়। এমন অবস্থায় সন্তান ও পরিবারদের নিয়ে অতি কষ্ট করে দিন যাপন করছি। নতুন বাড়ি তৈরি করার সামর্থ্য আমার নেই।

অতএব মহাশয়ের নিকট বিনীত আবেদন, এই অসহায়ের পরিবারটিকে সরকারি সহায়তায় একটি বাড়ি নির্মাণের সুযোগ প্রদান করিয়া উপকৃত করিবেন।

ধন্যবাদ,

স্থানঃ

তারিখঃ

বিনীত

আবেদনকারীর নাম

গ্রাম পঞ্চায়েত প্রধানের সুপারিশকৃত স্বাক্ষর।

Pratidin24ghanta.com

RELATED ARTICLES

Most Popular

close